এক্সপ্লোর
Advertisement
দেখুন:এক ওভারে ছয়টি ছয় নিউজিল্যান্ডের ক্রিকেটারের
ক্রিকেটের ইতিহাসে সপ্তম ব্যাটসম্যান হিসেবে এক ওভারে ছয়টি ছয় মারার কৃতিত্ব অর্জন করলেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যান লিও কার্টার। নিউজিল্যান্ডের ঘরোয়া টি ২০ টুর্নামেন্ট সুপার স্ম্যাশে এই কৃতিত্বের মালিক হলেন লিও।
নয়াদিল্লি: ক্রিকেটের ইতিহাসে সপ্তম ব্যাটসম্যান হিসেবে এক ওভারে ছয়টি ছয় মারার কৃতিত্ব অর্জন করলেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যান লিও কার্টার। নিউজিল্যান্ডের ঘরোয়া টি ২০ টুর্নামেন্ট সুপার স্ম্যাশে এই কৃতিত্বের মালিক হলেন লিও। ক্যানটারবুরির হয়ে ব্যাট করতে নেমে নর্দার্ন নাইটসের বিরুদ্ধে এক ওভারে ছয়টি ওভার বাউন্ডারি হাঁকালেন তিনি।
নাইটসের অ্যান্টন ডেভকিচ ১৬ তম ওভারে বল করতে আসেন। ক্যানটারবুরি ২২০ রানের বিশাল লক্ষ্য তাড়া করছিল। লিও-র বিধ্বংসী ব্যাটিং তাদের ওই লক্ষ্যে পৌঁছতে সাহায্য করে। সাত বল বাকি থাকতে সাত উইকেটে জয়ী হয় ক্যানটারবুরি।
লিও ২৯ বলে করেন ৭০ রান।
লিও ছাড়াও গ্যারি সোবার্স (ওয়েস্ট ইন্ডিজ), রবি শাস্ত্রী (ভারত), হার্শেল গিবস (দক্ষিণ আফ্রিকা), যুবরাজ সিংহ (ভারত), রস হুইটলি (ইংল্যান্ড) ও হজরতউল্লাহ জাজাই (আফগানিস্তান)-এর একই ওভারে ছয়টি ওভারবাউন্ডারি মারার কৃতিত্ব রয়েছে। টি ২০ তে যুবরাজ, হুইটলি ও জাজাই-এ পর চতুর্থ ব্যাটসম্যান হিসেবে এই কৃতিত্ব গড়লেন লিও। আন্তর্জাতিক টি ২০ তে একমাত্র ব্যাটসম্যান হিসেবে এই কৃতিত্ব রয়েছে যুবরাজের। ২০০৭-এ প্রথম টি ২০ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে এক ওভারে ছয়টি ছয় এসেছিল যুবরাজের ব্যাট থেকে।Earlier today, Leo Carter went berserk and became the 4th batsmen to hit 6️⃣ sixes in an over in a T20 game! 🔥 The #KKRAdmin wants you to name the other 3️⃣ batsmen who have achieved this feat! 😬 GO _________ pic.twitter.com/0udFaGvu3t
— KolkataKnightRiders (@KKRiders) January 5, 2020
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
মালদা
শিক্ষা
জেলার
Advertisement