এক্সপ্লোর
এতগুলি ভাষা জানে ধোনির মেয়ে জিভা! দেখুন ভিডিও

চেন্নাই: চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির মেয়ে জিভার বয়স মাত্র চার বছর। কিন্তু এই বয়সেই সে বেশ কয়েকটি ভাষা শিখে নিয়েছে। ইনস্টাগ্রামে ধোনি একটি ভিডিও পোস্ট করেছেন। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, বিভিন্ন ভাষায় তিনি প্রশ্ন করছেন, সে কেমন আছে? জিভাও সাবলীলভাবে জবাব দিচ্ছে।
এবারের আইপিএল-এর উদ্বোধনী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে সহজেই হারিয়ে দিয়েছে চেন্নাই। ফলে খোশমেজাজেই আছেন ধোনি। আগামীকাল দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে চেন্নাই। এখন সেই ম্যাচের প্রস্তুতিতেই ব্যস্ত ধোনিরা।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন























