এক্সপ্লোর
দেখুন, প্রথমবার র্যাম্পে হাঁটল গৌতম গম্ভীরের মেয়ে
মেয়ের র্যাম্পে হাঁটার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন গম্ভীর।

নয়াদিল্লি: ভারতীয় দলের প্রাক্তন বাঁহাতি ওপেনার গৌতম গম্ভীরের মেয়ে আজিন প্রথমবার র্যাম্পে হাঁটল। একটি ফ্যাশন শোয়ে সে শোস্টপার হয়েছিল। বয়স একেবারেই কম হলেও, পেশাদার মডেলের মতোই আচরণ ছিল আজিনের। সে সকলের নজর কেড়ে নেয়। মেয়ের র্যাম্পে হাঁটার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন গম্ভীর।
Here’s my “Full Moon” emerginng from the clouds and walking on the stars!!!! Only thing is my “Moon” seems to be in a hurry....Oh, @natashagambhir2 tells me that “Moon” had EVS and English homework to finish. Well, there is life beyond ramp and hair-straightening too 🙈🙈🙈 pic.twitter.com/iRgsJJjxOw
— Gautam Gambhir (@GautamGambhir) July 27, 2019
খেলা ছাড়ার পর রাজনীতিতে যোগ দিয়েছেন গম্ভীর। তিনি সাংসদও হয়েছেন। জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এই প্রাক্তন ক্রিকেটার। My fan moment💕💕💕 pic.twitter.com/rkBg1JI0Ww
— Gautam Gambhir (@GautamGambhir) July 29, 2019
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















