এক্সপ্লোর
Advertisement
দেখুন: হেনরি নিকোলসের এক হাতে চোখধাঁধানো ক্যাচে আউট স্টিভ স্মিথ
নিউজিল্যান্ডের বিরুদ্ধে বক্সিং ডে টেস্টের দ্বিতীয় দিন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান স্টিভ স্মিথ দারুণ ব্যাটিং করছিলেন। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের এই ম্যাচে আরও একটি শতরানের দিকে এগোচ্ছিলেন তিনি। কিন্তু কেরিয়ারের ২৭ তম শতরানের আগেই হেনরি নিকোলসের দুরন্ত ক্যাচে প্যাভিলিয়নে ফিরতে হল স্মিথকে। আউট হওয়ার আগে ২৪২ বলে স্মিথ করেন ৮৫ রান।
মেলবোর্ন: নিউজিল্যান্ডের বিরুদ্ধে বক্সিং ডে টেস্টের দ্বিতীয় দিন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান স্টিভ স্মিথ দারুণ ব্যাটিং করছিলেন। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের এই ম্যাচে আরও একটি শতরানের দিকে এগোচ্ছিলেন তিনি। কিন্তু কেরিয়ারের ২৭ তম শতরানের আগেই হেনরি নিকোলসের দুরন্ত ক্যাচে প্যাভিলিয়নে ফিরতে হল স্মিথকে। আউট হওয়ার আগে ২৪২ বলে স্মিথ করেন ৮৫ রান।
কিউই পেসার নিল ওয়েগনার চলতি সিরিজে বেশ কয়েকবারই তাঁর মারাত্মক বাউন্সারে বিপক্ষের ব্যাটসম্যানদের সমস্যায় ফেলেছেন। এই ম্যাচেও তাঁর এমনই একটা বাউন্সার সামলাতে পারলেন না স্মিথ। ওয়েগনারের একটি শর্ট বল স্মিথের ব্যাটের হ্যান্ডেলে লেগে উঁচু হয়ে গালির দিকে উড়ে যায়। সেখানে ফিল্ডিং করছিলেন নিকোলস। শরীরের অসাধারণ ভারসাম্য রেখে লাফিয়ে ওই ক্যাচ এক হাতে তালুবন্দি করেন তিনি।
স্মিথের এই উইকেট কিন্তু অস্ট্রেলিয়ার মনোবলে কোনও প্রভাব ফেলতে পারেনি। অধিনায়ক টিম পেইন ট্র্যাভিস হেডের সঙ্গে জুটি বেঁধে দলের ইনিংস এগিয়ে নিয়ে যান। চা-পানের বিরতি পর্যন্ত ১৪৭ রান যোগ করে এই জুটি ম্যাচে অস্ট্রেলিয়াকে মজবুত জায়গায় এনে দিয়েছে। ২৫৭ রানে চার উইকেট হাতে নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল অস্ট্রেলিয়া। স্মিথ ৭৭ রানে অপরাজিত ছিলেন। ট্যাভিস হেড অপরাজিত ছিলেন ২৫ রানে।✈ We have takeoff! ✈ A flying Henry Nicholls takes a screamer in the gully to remove Steve Smith! @bet365_aus | #AUSvNZ pic.twitter.com/SlCDEWXNSY
— cricket.com.au (@cricketcomau) December 27, 2019
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
লাইফস্টাইল-এর
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement