এক্সপ্লোর
দেখুন: মহিলাদের টি ২০ বিশ্বকাপ থেকে দল ছিটকে যাওয়ায় কেঁদে ফেললেন আয়ারল্যান্ডের অধিনায়ক

গুয়ানা: গত মঙ্গলবার পাকিস্তানের কাছে হেরে মহিলাদের টি ২০ বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার স্বপ্ন ভেঙে গিয়েছে আয়ারল্যান্ডের। অধিনায়ক জাভেরিয়া খানের ৫২ বলে অপরাজিত ৭৪ রানে ভর করে পাকিস্তান টি ২০ তে তাদের সর্বোচ্চ স্কোর ৬ উইকেটে ১৩৯ রান করে। জবাবে আয়ারল্যান্ড ৯ উইকেটে ১০১ রান করে। ফলে ম্যাচটি তারা ৩৯ রানে হেরে যায়। ম্যাচ হেরে খুবই ভেঙে পড়ে আয়ারল্যান্ড দল। এমনকি, ম্যাচের পর সাংবাদিক বৈঠকে চোখের জল ধরে রাখতে পারেননি আয়ারল্যান্ডের অধিনায়ক লরা ডেলানি। কান্নায় ভেঙে পড়েন তিনি। পাকিস্তানের কাছে হারকে চূড়ান্ত হতাশাজনক বলেও মন্তব্য করেন তিনি।
অন্যদিকে, টুর্নামেন্টে এই প্রথম জয় পেল পাকিস্তান।"If we were professional I wonder what the score would have been out there."@IrishWomensCric's captain Laura Delany was understandably quite emotional after her team's loss to Pakistan. Watch👇 pic.twitter.com/25tjIeMMOR
— ICC World Twenty20 (@WorldT20) November 14, 2018
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















