Krunal Pandya: আপাতত ২২ গজ থেকে বিরতিতে, স্ত্রী পানখুড়ির সঙ্গে নাচে পা মেলালেন ক্রুণাল
শ্রীলঙ্কার সফরে খেলতে গিয়েই করোনা আক্রান্ত হয়েছিলেন। এরপর থেকে আর ক্রিকেটের ২২ গজে দেখা যায়নি ক্রুণাল পাণ্ড্যকে। তবে এবার ভিন্ন মেজাজে পাওয়া গেল বরোদার অলরাউন্ডারকে।
মুম্বই: করোনার জন্য ক্রিকেট থেকে বিরতি নিতে হয়েছিল। শ্রীলঙ্কার সফরে খেলতে গিয়েই করোনা আক্রান্ত হয়েছিলেন। এরপর থেকে আর ক্রিকেটের ২২ গজে দেখা যায়নি ক্রুণাল পাণ্ড্যকে। তবে এবার ভিন্ন মেজাজে পাওয়া গেল বরোদার অলরাউন্ডারকে। নিজের স্ত্রী পানখুড়ির সঙ্গে নাচে পা মেলালেন ক্রুণাল।
সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও পোস্ট করেছেন ক্রুণালের স্ত্রী পানখুড়ি। যেখানে দেখা যাচ্ছে যে নাচ করছেন এই তারকা দম্পতি। সঙ্গীতশিল্পী ডুয়া লিপার গানে পা মিলিয়েছেন ক্রুণাল ও পানখুড়ি। নিজের পোস্টের নিচে ক্যাপশনে পানখুড়ি লিখেছেন, 'আমি তোমাকে পেয়ে গিয়েছি।' ক্রুণালও তাঁর ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ছবি ও ভিডিও। সেখান কমেন্ট বক্সে পানখুড়ি আবার লিখেছেন, 'সবসময় ও অনন্তকালের জন্য।'
সার্বিয়ান মডেল ও ক্রিকেটার হার্দিক পাণ্ড্যর স্ত্রী নাতাশা একটি স্মাইলি ও হার্টের ইমোজি পোস্ট করেছেন কমেন্ট বক্সে। ভক্তরাও সোশ্য়াল মিডিয়ায় ক্রুণাল ও পানখুড়ির নাচের ভিডিও দেখে বিভিন্নরকম কমেন্ট করেছেন। একজন কমেন্ট বক্সে লিখেছেন, 'তোমরা আমার দেখা সেরা সেলিব্রিটি দম্পতি। কোনও নাটকীয়তা নেই, কোনও দেখনদারি নেই, শুধুই ভালবাসা।'
এর আগে শ্রীলঙ্কা সফরে সীমিত ওভারের ফর্ম্য়াটে সিরিজ খেলতে গিয়ে করোনা আক্রান্ত হয়েছিলেন ক্রুণাল। তাঁর করোনা আক্রান্ত হওয়ার খবর সামনে আসতেই আচমকাই স্থগিত হয়ে যায় ভারত-শ্রীলঙ্কা দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে সরকারিভাবে জানানো হয়েছিল যে, জাতীয় দলের অলরাউন্ডার ক্রুণাল পাণ্ড্যর (Krunal Pandya) করোনা পরীক্ষার ফল পজ়িটিভ এসেছে। সেই কারণেই স্থগিত হয়ে গিয়েছে ম্যাচ।
ভারতীয় ক্রিকেট বোর্ড একটি বিবৃতিতে জানানো হয়েছিল, ক্রুণাল পাণ্ড্যর কোভিড পরীক্ষার ফল পজ়িটিভ এসেছে। যে কারণে তাঁকে নিভৃতবাসে পাঠানো হয়েছে। সেই সঙ্গে তাঁর সংস্পর্শে আসার জন্য মোট আটজন ক্রিকেটারকে বাধ্যতামূলক কোয়ারেন্টিনে যেতে হয়েছিল। ৩০ বছরের এই ভারতীয় অলরাউন্ডার ফের আইপিএলের দ্বিতীয় পর্বে মাঠে নামতে চলেছেন। মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে দেখা যাবে ক্রুণালকে।