IND vs SL Watch: উইকেট নিয়ে মাঠেই শ্রীভল্লির স্টাইলে অভিনব সেলিব্রেশন জাদেজার, ভাইরাল ভিডিও
IND vs SL Watch: শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছে টিম ইন্ডিয়া। দীর্ঘদিন পরে জাতীয় দলে ফিরে এসেছেন ভারতীয় দলের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা।
লখনউ: পুষ্পা জ্বরে আচ্ছন্ন গোটা দেশ। তালিকায় ক্রিকেটাররাও। ডেভিড ওয়ার্নার, হার্দিক পাণ্ড্যর পর এবার রবীন্দ্র জাদেজা। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচেই মাঠে অভিনব সেলিব্রেশন তারকা ভারতীয় অলরাউন্ডারের। আল্লু অর্জুনের সাম্প্রতিক জনপ্রিয় ছবি পুষ্পার শ্রীভল্লি গানের স্টেপেই উইকেট নেওয়ার পর সেলিব্রেশন করলেন জাদেজা। মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে গেল সেই ভিডিও।
View this post on Instagram
চোট সারিয়ে দীর্ঘদিন পর জাতীয় দলে কামব্যাক করেছেন জাদেজা। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে লঙ্কা ইনিংসের ১০ নম্বর ওভারে দীনেশ চান্ডিমলকে ফিরিয়ে দেন জাদেজা। এরপরই এই অভিনব সেলিব্রেশন করে ওঠে। কমেন্ট্রি বক্সে তখন ছিলেন মুরলি বিজয়। তিনি জাদেজার এই সেলিব্রেশনের পর তাঁর নাম দেন '' রবীন্দ্র পুষ্পা'।
জাতীয় দলে প্রত্যাবর্তনে ৪ ওভার বল করে ২৮ রান দিয়ে ১ উইকেট তুলে নেন সৌরাষ্ট্রের এই অভিজ্ঞ অলরাউন্ডার। ম্যাচে ভারত ৬২ রানে জয় ছিনিয়ে নেয় প্রথম ম্যাচে।
টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের জয়রথ চলছেই। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ জয়েকর পর বৃহস্পতিবার শ্রীলঙ্কাকে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৬২ রানে হারিয়ে দিল টিম ইন্ডিয়া। ভারতের ১৯৯ রান তাড়া করতে নেমে ১৩৭/৬ স্কোরে আটকে গেল শ্রীলঙ্কা। রোহিত শর্মারা (Rohit Sharma) ১-০ ব্যবধানে সিরিজে এগিয়ে গেলেন।