এক্সপ্লোর
Advertisement
‘স্যালুট সেলিব্রেশন’ নকল শামির, হিন্দিতে জবাব দিলেন ক্যারিবিয়ান পেসার শেলডন কোট্রেল
এবার সেই স্যালুট সেলিব্রেশন নকল করলেন শামি। তিনি ব্যাট করতে নেমে যজুবেন্দ্র চাহলের বলে আউট হওয়ার পর শামি শেলডনের স্যালুট সেলিব্রেশন নকল করেন। যেন তিনি শেলডনকে প্যাভিলিয়নে ফিরতে বলছিলেন।
ম্যাঞ্চেস্টার: চলতি বিশ্বকাপে বেশ সাড়া ফেলেছে ওয়েস্ট ইন্ডিজের স্পিডস্টার শেলডন কোট্রেলের উইকেট নেওযার পর উচ্ছ্বাস প্রকাশের ভঙ্গি। সামরিক কায়দায় মার্চ করে স্যালুট ঠুকে উইকেট নেওয়ার আনন্দ প্রকাশ করেন তিনি। তাঁর এই স্যালুট সেলিব্রেশন হয়ত আউট হয়ে প্যাভিলিয়নের দিকে ফিরতে থাকা ব্যাটসম্যানকে বিরক্ত করতে পারে। কিন্তু দর্শকরা খুবই উপভোগ করেন তাঁর ওই সেলিব্রেশন।
বৃহস্পতিবার ভারতের বিরুদ্ধে ম্যাচেও এর ব্যতিক্রম হয়নি। ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে তিনি আউট করেন হার্দিক পান্ড্য ও মহম্মদ শামিকে। দুটি উইকেট নেওয়ার পরই মার্চ করে খানিক এগিয়ে স্যালুট ঠুকে সাফল্যের উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। এবার সেই স্যালুট সেলিব্রেশন নকল করলেন শামি। তিনি ব্যাট করতে নেমে যজুবেন্দ্র চাহলের বলে আউট হওয়ার পর শামি শেলডনের স্যালুট সেলিব্রেশন নকল করেন। যেন তিনি শেলডনকে প্যাভিলিয়নে ফিরতে বলছিলেন।Early sighting of the Cottrell salute! pic.twitter.com/UuhILvml2Z
— Cricket World Cup (@cricketworldcup) June 22, 2019
ভারতের অধিনায়ক বিরাট কোহলিও ওই সেলিব্রেশনে যোগ দেন।@MdShami11 (shami salute oshane thomas wicket ).. pic.twitter.com/LmrClOfWWJ
— Rehan Imtiyaz 09 (@RehanImtiyaz3) June 28, 2019
সবচেয়ে আশ্চর্যের ব্যাপার শেলডন তাঁর ট্যুইটার হ্যান্ডেলে হিন্দিতে এই নকলের জবাব দিয়েছেন। পুরো ব্যাপারটাই খেলোয়াড়োচিত মনোভাবে দেখে তিনি লিখেছেন, 'গ্রেট ফান! গ্রেট বোলিং। নকল করনা হি সবসে বড়ি চাপলোসি হ্যায়'। অর্থাৎ নকল করাই সব থেকে বড় স্তুতি।kohli ????????#INDvsWI pic.twitter.com/wGDs5mMMJp
— ♕ (@roguevirat) June 27, 2019
দেশের সশস্ত্র বাহিনীর প্রতি শ্রদ্ধা জানাতেই শেলডন এই সেলিব্রেশন করেন। জামাইকার সেনাবাহিনীতে ছয় মাসের প্রশিক্ষণের পর এই সেলিব্রেশন তিনি তাঁর ট্রেডমার্ক করে তুলেছেন।Great fun! Great bowling. Nakal Karna Hi Sabse Badi Chaploosi Hai ???? https://t.co/PTuoGJciM7
— Sheldon Cotterell (@SaluteCotterell) June 28, 2019
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
বিনোদনের
প্রযুক্তি
জেলার
Advertisement