এক্সপ্লোর
মজাদার ভিডিও: বিমান যাত্রার সময় শিখরের ধবনের 'দুষ্টুমি', সাকিব আল হাসান, রশিদ খানের সঙ্গে খুনসুটি

নয়াদিল্লি: কেন উইলিয়ামসনের নেতৃত্বাধীন সানরাইজার্স হায়দরাবাদ আইপিএলের সূচনাটা দারুণ করেছে। এখনও পর্যন্ত তিনটি ম্যাচ খেলে তিনটিতেই জয়ী হয়েছে তারা। মাঠে তো এই সাফল্য উপভোগ করছেই অরেঞ্জ ব্রিগেড, সেইসঙ্গে বিমানযাত্রার সময়টাও বাদ পড়ছে না। দলের সাফল্যে ফুরফুরে মেজাজে রয়েছেন ক্রিকেটাররা। ইন্সটাগ্রামে সম্প্রতি মজাদার একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেই ভিডিওতে বিমান যাত্রার সময় সানরাইজার্সের ওপেনার শিখর ধবনকে মজা করতে দেখা গেল সহ খেলোয়াড় সাকিব আল হাসান ও রশিদ খানের সঙ্গে।
আসলে টিম ইন্ডিয়ার গব্বর তাঁর সহ খেলোয়াড়দের সঙ্গে মজা করতে খুবই ভালোবাসেন। ভিডিওতে তাঁকে ঘুমন্ত সাকিব ও রশিদের নাকে কাপড় পাকিয়ে সুড়সুড়ি দিতে দেখা গেল।
এবারের আইপিএলে দলের তিনটি ম্যাচে ধবনের ব্যাট থেকে এসেছে ৬৫ গড়ে ১৩০ রান। অন্যদিকে সাকিব তিন ম্যাচে পাঁত এবং রশিদ দুটি উইকেট দখল করেছেন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















