এক্সপ্লোর
Advertisement
দেখুন: ‘রিভার্স সুইংয়ের রাজা’ হয়ে ওঠার ক্ষমতা রয়েছে মহম্মদ সামির, বললেন শোয়েব আখতার
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি সিরিজের প্রথম টেস্ট জিতে নিয়েছে ভারত। এই ম্যাচে ওপেন করতে নেমে রোহিত শর্মার দুই ইনিংসের শতরান, মায়াঙ্ক অগ্রবালের দ্বিশতরান, প্রথম একাদশে ফিরে রবিচন্দ্রণ অশ্বিনের দুরন্ত বোলিংয়ের মতো নজর কেড়ে নিয়েছেন ভারতীয় দলের পেসার মহম্মদ সামি।
নয়াদিল্লি: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি সিরিজের প্রথম টেস্ট জিতে নিয়েছে ভারত। এই ম্যাচে ওপেন করতে নেমে রোহিত শর্মার দুই ইনিংসের শতরান, মায়াঙ্ক অগ্রবালের দ্বিশতরান, প্রথম একাদশে ফিরে রবিচন্দ্রণ অশ্বিনের দুরন্ত বোলিংয়ের মতো নজর কেড়ে নিয়েছেন ভারতীয় দলের পেসার মহম্মদ সামি। ম্যাচের শেষদিন দুরন্ত বোলিংয়ে দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইনআপকে বিধ্বস্ত করে দেন সামি। পাঁচ উইকেট নেন তিনি। তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় ম্যাচ হবে পুনেতে বৃহস্পতিবার থেকে।
বিশাখাপত্তনমে সামির বোলিং তারিফ আদায় করে নিয়েছে প্রাক্তন পাক পেসার শোয়েব আখতারের। নিজের ইউটিউব চ্যানেলে শোয়েব আখতার বলেছেন, ‘রিভার্স সুইংয়ের রাজা’ হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে সামির।
শোয়েব আখতার বলেছেন, বিশ্বকাপ থেকে ভারতীয় দলের বিদায়ের পর সামি আমাকে একদিন ফোন করে বলেছিল, দলের জন্য তেমন কিছু করতে না পারায় ও দুঃখিত। আমি ওকে বলেছিলাম, একদম ভেঙে পড়ো না। ফিটনেসটা বজায় রেখো। আমি ওকে বলেছিলাম, ঘরের মাঠে সিরিজ হবে এবং তুমি সেখানে ভালো খেলবে। বলেছিলাম, ওকে পুরোপুরি বিধ্বংসী ফাস্ট বোলার হিসেবে দেখতে চাই। ওর হাতে রয়েছে সিম ও সুইং।পাশাপাশি রিভার্স সুইং রয়েছে, যা উপমহাদেশে খুব বোলারের থাকে। ওকে বলেছিলাম, তুমি রিভার্স সুইংয়ের রাজা হয়ে উঠতে পারো।এখন সবাই দেখেছে, ও কেমন পারফর্ম করেছে। বিশাখাপত্তনমের নিষ্প্রাণ পিচে ও উইকেট নিয়েছে। ওর জন্য খুব ভালো লাগছে। বিরাট কোহলির নেতৃত্বে ও আরও উন্নতি করবে।
এর আগে সামিও অধিনায়ক কোহলির প্রশংসা করেছিলেন। তিনি বলেছিলেন যে, দলের বোলারদের ওপর আস্থা রাখেন কোহলি।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement