এক্সপ্লোর
Advertisement
পরপর ৪ বলে ৪ উইকেট, এক ওভারে ৫ শিকার, টি-টোয়েন্টি ক্রিকেটে বিরল কীর্তি মিঠুনের, দেখুন ভিডিও
৫ ওভার বাকি থাকতে ৮ উইকেটে ম্যাচ জিতে নিয়েছে কর্নাটক। ওপেন করতে নেমে কে এল রাহুল ৩১ বলে ৬৬ রান করেন। অপর ওপেনার দেবদূত পরিক্কল ৪২ বলে ৮৭ রান করেন।
সুরাত: টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে বিরল কীর্তি গড়লেন কর্নাটকের অভিমন্যু মিঠুন। সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি টুর্নামেন্টের সেমিফাইনালে হরিয়ানার বিরুদ্ধে এক ওভারে ৫টি উইকেট তুললেন ডানহাতি মিডিয়াম পেসার। যার মধ্যে হ্যাটট্রিক-সহ পরপর ৪ বলে ৪টি শিকার মিঠুনের। টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় বোলার হিসাবে এক ওভারে ৫টি উইকেট নিলেন মিঠুন। তাঁর আগে বাংলাদেশের আল আমিন হোসেন ২০১৩ সালে ঘরোয়া একটি টি-টোয়েন্টি ম্যাচে এক ওভারে ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেছিলেন।
তবে মিঠুনের কীর্তি বেশ বিরল। কারণ, প্রথম বোলার হিসাবে ভারতের ঘরোয়া ক্রিকেটের তিন ফর্ম্যাটে তিন সেরা টুর্নামেন্টেই – রঞ্জি ট্রফি, বিজয় হাজারে ট্রফি ও সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টিতে হ্যাটট্রিকের নজির করা হয়ে গেল তাঁর। একসময় ভারতের হয়ে ৪টি টেস্ট ও ৫টি ওয়ান ডে খেলা মিঠুন শুক্রবার হরিয়ানা ইনিংসের ২০তম ওভারে পাঁচ উইকেট নেন। তাঁর ওভারের প্রথম ৪ বলে ফিরে যান হিমাংশনু রানা, রাহুল তেওয়াটিয়া, সুমিত কুমার ও অমিত মিশ্র। পরের বলটি ওয়াইড করেন তিনি। ওভারের পঞ্চম বলে একটি সিঙ্গল নেন ব্যাটসম্যান। এরপর শেষ বলে ফের একটি উইকেট তোলেন মিঠুন। ফিরে যান জয়ন্ত যাদব। ১৯তম ওভারের শেষে হরিয়ানার স্কোর ছিল ১৯২/৩। ২০তম ওভারের শেষে তাদের স্কোর দাঁড়ায় ১৯৪/৮।
৫ ওভার বাকি থাকতে ৮ উইকেটে ম্যাচ জিতে নিয়েছে কর্নাটক। মাত্র ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় তারা। ওপেন করতে নেমে কে এল রাহুল ৩১ বলে ৬৬ রান করেন। অপর ওপেনার দেবদূত পরিক্কল ৪২ বলে ৮৭ রান করেন।
দেখুন মিঠুনের সেই অবিশ্বাস্য ওভার
WATCH: W, W, W, W, WD, 1, W - @imAmithun_264’s five-wicket final over. 😱😱👌👌https://t.co/XnGPYu4GON#HARvKAR @paytm #MushtaqAliT20 pic.twitter.com/w1ij1xJlT0
— BCCI Domestic (@BCCIdomestic) November 29, 2019
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
মালদা
শিক্ষা
জেলার
Advertisement