এক্সপ্লোর
Advertisement
দেখুন, ঋদ্ধিমানের অসাধারণ ক্যাচ দেখে হতবাক বিরাট
পুণে: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার টেস্টের সিরিজের প্রথম দিন অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন ভারতের বোলাররা। শুরুটা ভাল করেও, দ্বিতীয় সেশনে ভারতের স্পিনারদের দাপটে প্রথম টেস্টের প্রথম দিন ৯ উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া।
গতকালই অজি অধিনায়ক স্টিভ স্মিথ দাবি করেন, পুণের এই উইকেটে প্রথম বল থেকেই স্পিন হবে। প্রাক্তন স্পিনার শেন ওয়ার্নও একই দাবি করেছেন। তিনি প্রথম দিনের পিচকে পঞ্চম দিনের মতো বলে আখ্যা দিয়েছেন। তবে ঘটনা হল, ভারতীয় স্পিনারদের সামলানোর মতো দক্ষতা অজি ব্যাটসম্যানদের নেই। সেই কারণেই তাঁরা ধরাশায়ী হয়েছেন।
আজ অস্ট্রেলিয়ার ৯টি উইকেট পড়লেও, বিশেষ একটি উইকেট পড়তে দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। সেটি হল স্টিভ ও’কিফির উইকেট। উমেশ যাদবের বলে ঋদ্ধিমান সাহা এমন একটি ক্যাচ নিয়েছেন, যার প্রশংসা সবাই করছেন। উমেশের ১৪০ কিমি গতিবেগের একটি বলে অফস্ট্যাম্পের বাইরে খোঁচা দেন ও’কিফি। বলটি প্রথম স্লিপের পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছিল। ঋদ্ধিমান ডানদিকে শরীর ছুঁড়ে দিয়ে ডান হাতে ক্যাচ ধরে নেন। তখন দ্বিতীয় স্লিপে দাঁড়িয়েছিলেন বিরাট। তিনি এই ক্যাচ দেখে প্রথমে হতবাক হয়ে যান। তারপর সবাই মিলে বাংলার এই উইকেটকিপারকে অভিনন্দন জানান।
দেখুন সেই ক্যাচ
Wriddhiman Saha takes a blinder with reaction time of 0.31 seconds. @cricketaakash #INDvAUS #INDvAUS
(Video - Star Sports) pic.twitter.com/1YXX2w9H6q
— Khurram Siddiquee (@imKhurram12) February 23, 2017
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
জেলার
Advertisement