এক্সপ্লোর
আগ্রাসী ভাষা, আচরণবিধি ভেঙে তিরস্কৃত ওয়াটসন

রায়পুর: দিল্লি ডেয়ারডেভিলসের বিরুদ্ধে ম্যাচে কুরুচিকর ভাষা ব্যবহারের অভিযোগে তিরস্কৃত শেন ওয়াটসন। আইপিএলের আচরণবিধি ভেঙেছেন তিনি। এক বিবৃতিতে আইপিএল বলেছে, গতকাল সন্ধ্যায় রায়পুরে ভিভো আইপিএল ম্যাচে রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের শেন ওয়াটসনকে তিরস্কার করেছেন ম্যাচ রেফারি। তিনি ম্যাচ চলাকালে এমন কুরুচিকর, আগ্রাসী ভাষা ব্যবহার বা অশালীন অঙ্গভঙ্গি করেছেন যা কাম্য নয়। গতকালের ম্যাচে আরসিবি দিল্লি ডেয়ারডেভিলসকে বিরাট কোহলির ৫৪ রানের ইনিংসের দৌলতে ৬ উইকেটে হারিয়ে প্লেঅফে জায়গা করে নিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ওয়াটসন লেভেল ওয়ান অফেন্স (আইপিএল আচরণবিধির ২.১.৪ ধারা) করার অভিযোগ স্বীকার করেছেন। এক্ষেত্রে ম্যাচ রেফারির সিদ্ধান্তই শিরোধার্য।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















