এক্সপ্লোর
দ্বিতীয় টেস্টের আগে ওয়েস্ট ইন্ডিজকে হঁশিয়ারি ইশান্তের
কিংস্টন: অ্যান্টিগায় প্রথম টেস্টে ইনিংস ও ৯২ রানে ওয়েস্ট ইন্ডিজকে গুড়িয়ে দিয়েছে ভারত। প্রথম টেস্টে দলের বোলারদের পারফরম্যান্সে খুশি দলের সিনিয়র পেসার ইশান্ত শর্মা। সিরিজের বাকি টেস্টেও ভারতীয় বোলাররা ইতিবাচক ও নির্দয় বোলিংই করবে বলে ক্যারিবিয়ান ব্যাটসম্যানদের আগাম হুঁশিয়ারি দিয়ে রাখলেন ইশান্ত। বিসিসিআই.টিভি-কে সাক্ষাত্কার দিতে গিয়ে তিনি বলেছেন, আমাদেরকে ইতিবাচক ও নির্দয় ক্রিকেট খেলতে হবে।বাকিটা ম্যাচের পরিস্থিতি অনুযায়ী খেলতে হবে।
প্রথম টেস্টে শর্ট বল ও মাঝেমধ্যে ফুল লেংথ ডেলিভারি কাজে দিয়েছে। ইশান্ত বলেছেন, শর্ট পিচ ডেলিভারি খেলতে অস্বস্তিতে পড়েছিল ক্যারিবিয়ান ব্যাটসম্যানরা।আমরা পরিকল্পনা অনুযায়ী বল করেছি। আমরা শর্ট বোলিংয়ের সঙ্গে ফুল লেংথের মিশেল ঘটিয়েছিলাম। যে পিচে বোলারদের সাহায্য পাওয়ার সম্ভাবনা নেই, তখন লাইন-লেংথে নিখুঁত থাকা ছাড়া অন্য কোনও উপায় নেই।
ইশান্ত বলেছেন, প্রথম ইনিংসে দারুন বোলিং করেছে মহম্মদ সামি এবং উমেশ যাদব। দ্বিতীয় ইনিংসে অশ্বিন ও অমিত। প্রথম টেস্টে একটি উইকেট পেলেও পরের ম্যাচগুলিতে তিনি আরও বেশি উইকেট পাবেন বলে আশাবাদী ইশান্ত।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement