AUS vs WI: "খুবই হতাশ, কোনও ডিপার্টমেন্টেই টেক্কা দিতে পারিনি আমরা", হারের পর কী বললেন কামিন্স?
Pat Cummins: ২ ম্যাচের টেস্ট সিরিজে প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া জয় ছিনিয়ে নিয়েছিল। দ্বিতীয় ম্যাচে এবার জয় ছিনিয়ে নিল ওয়েস্ট ইন্ডিজ। দারুণ বোলিং করলেন শামার জোসেফ।
ব্রিসবেন: মাত্র ৮ রানে হার। কিন্তু গাব্বায় ক্যারিবিয়ানদের বিরুদ্ধে হার কোনওভাবেই মানতে পারছেন না প্যাট কামিন্স (Pat Cummins)। দলের পারফরম্যান্সে বেজায় হতাশ তিনি। তিনি মনে করেন কোনও ডিপার্টমেন্টেই ওয়েস্ট ইন্ডিজকে (West Indies) টেক্কা দিতে পারেনি অজি শিবির।
ম্যাচের পর পুরস্কার বিতরণী মঞ্চে এসে অজি অধিনায়ক বলেন, "আমাদের পারফরম্যান্স সত্যিই ভাল ছিল না। নিজেদের মাপকাঠি অনুযায়ী খেলতে পারিনি আমরা। ওঁদের শামার দুর্দান্ত বোলিং করেছে। আমরা কিছুটা লড়াই করতে পেরেছিলাম। ওদেরকে কম রানের মধ্যে আটকে রাখতে পেরেছিলাম আমরা। ২১৬ রানের লক্ষ্যমাত্রা ছিল। আমাদের জন্য একটা সুযোগ তৈরি করেছিল স্মিথ। দুর্দান্ত একটা ইনিংস খেলল ও। একার হাতে ম্য়াচ জিতিয়ে দিচ্ছিল। কিন্তু ওরা দিনের শেষে যোগ্য দল হিসেবেই জয় পেয়েছে।'' উল্লেখ্য, এই জয়ের সঙ্গে সঙ্গে ক্যারিবিয়ান শিবির অস্ট্রেলিয়ার মাটিতে ২৭ বছর পর জয় ছিনিয়ে নিল।
View this post on Instagram
গাব্বা টেস্টে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়ানদের হয়ে অর্ধশতরান হাঁকান কাভেম হজ (৭১), জোশুয়া ডি সিলভা (৭৯) ও কেভিন সিনক্লেয়ার (৫০)। মোট ৩১১ রান করে ওয়েস্ট ইন্ডিজ। এর জবাবে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ৯ উইকেট হারিয়ে ২৮৯ রান বোর্ডে তুলে নেয়। কিন্তু হাতে এক উইকেট থাকা সত্ত্বেও ইনিংস ডিক্লেয়ার করে দিয়েছিলেন কামিন্স। উসমান খোয়াজা (৭৫), অ্যালেক্স ক্য়ারে (৬৫) ও প্য়াট কামিন্স (৬৪) ব্য়াট হাতে অবদান রাখেন। আলজারি জোসেফ চার উইকেট ও কেমার রোচ নেন তিন উইকেট।
ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংস শেষ হয়ে যায় মাত্র ১৯৩ রানে। জশ হ্য়াজেলউড ও ন্য়াথান লিয়ঁ তুলে নেন তিন উইকেট করে। অজিদের সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় ২১৬ রানের। ওয়েস্ট ইন্ডিজের শামার জোসেফ একাই ৭ উইকেট নিয়ে নেন। ২০৭ রানে শেষ হয়ে যায় অজিদের ইনিংস। একা লড়াই করে ৯১ রানে অপরাজিত থাকেন স্টিভ স্মিথ। ১৪৬ বলের ইনিংস খেলেও দলকে জেতাতে পারেননি স্মিথ। উল্টোদিকে ক্রমাগত উইকেট পড়তে থাকে। শ্যামার জোসেফ ৬৮ রানের বিনিময়ে ৭ উইকেট নেন।