India VS WI Test : কোহলির সঙ্গে আলিঙ্গন, কেঁদে ফেললেন ক্যারিবিয়ান উইকেটরক্ষকের মা !
Mother of WI Wicketkeeper: শুক্রবার ভারত-ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন জোশুয়ার মা
ত্রিনিদাদ : ভারত-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট মানেই আবেগ ! তবে, এই টেস্টটা আরও স্পেশাল। কারণ, ৫০০তম আন্তর্জাতিক ম্যাচ খেলছেন বিরাট কোহলি। স্বাভাবিকভাবেই, ভারতীয় ক্রিকেট দলের সমর্থকদের উচ্ছ্বাস-উন্মাদনা তীব্র। কেরিয়ারের বিশেষ এই সন্ধিক্ষণে আবার শতরান করে সাফল্যের চূড়ায় কোহলি। তাঁর ১২১ রানের ইনিংসে ভর করে ম্যাচের রাশ ধরে রেখেছে ভারত। এই আবহে সোশাল মিডিয়ায় ম্যাচ চলাকালীন একটি বিশেষ মুহূর্তের কথোপকথন ভাইরাল। স্টাম্পের মাইকে কোহলি ও ওয়েস্ট ইন্ডিজের উইকেটকিপার জোশুয়া দা সিলভার গলা শোনা গেছে। কিন্তু, কী নিয়ে কথা হয় তাঁদের ?
স্টাম্পের একটি মাইকের কথোকপথনে শোনা যাচ্ছে, জোশুয়া কোহলিকে বলছেন, তাঁর মা কোহলির খুব বড় ভক্ত। শুধুমাত্র তাঁর খেলা দেখার জন্যই আসছেন। জোশুয়া বলেন, 'মা আমাকে ফোন করেছিল। বলল, কোহলির খেলা দেখার জন্যই শুধু আসছে। বিশ্বাসই করতে পারছিলাম না।'
শুক্রবার ভারত-ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন জোশুয়ার মা। বিদেশের মাটিতে কোহলির দীর্ঘদিনের টেস্ট সেঞ্চুরির খরা কাটানোর ইনিংস দেখেন মাঠে বসে। ক্রিকেটের দীর্ঘ ফরম্যাট ২৯ তম এবং আন্তর্জাতিক ক্রিকেটে ৭৬তম শতরান করেন ভারতের প্রাক্তন অধিনায়ক। কোহলির ১২১ রানে ইনিংসে ভর করে ভারত প্রথম ইনিংসে মোট ৪৩৮ রান তোলে। দিনের শেষে ওয়েস্ট ইন্ডিজের এক উইকেট পতনের সাথে সাথে ৩৫ রানে এগিয়ে থাকে টিম ইন্ডিয়া।
দ্বিতীয় দিনের খেলা শেষে টিম ইন্ডিয়ার বাসের কাছে কোহলির সঙ্গে দেখা করেন জোশুয়ার মা। তাঁরা পরস্পরকে আলিঙ্গন করেন । আবেগঘন সেই মুহূর্তের ছবি তোলেন ওয়েস্ট ইন্ডিজ তারকা। কেঁদে ফেলেন জোশুয়ার মা। পরে সাংবাদিক বিমল কুমারের শেয়ার করা একটি ভিডিওয় তাঁকে বলতে শোনা যায়, 'আমাদের সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান। কাজেই, কোহলির সঙ্গে দেখা হওয়াটা এবং আমার ছেলে একই মাঠে তাঁর সঙ্গে খেলছে-এই বিষয়টা আমার কাছে একটা সম্মানের।'
পাঁচ বছর পর বিদেশের মাটিতে সেঞ্চুরি। এই ম্যাচ শুরুর আগেই সাংবাদিক বৈঠকে এসে ভারতীয় দলের ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর জানিয়েছিলেন যে খুব তাড়াতাড়ি টেস্টে সেঞ্চুরি পাবেন কোহলি। আর গতকাল নিজের ৫০০ তম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমে শতরান হাঁকিয়ে ফেললেন কোহলি। বিশ্বের প্রথম ব্য়াটার হিসেবে পাঁচশো তম ম্যাচে এই নজির গড়লেন তিনি।
দিনের শেষে বিরাট জানান, ''আমি দারুণ উপভোগ করেছি ক্রিজে। নিজে একটা ছন্দে ছিলাম। আমি সবসময় চাপের মুখে ব্যাটিং করা। ক্রিজে সময় কাটানোটা উপভোগ করি। আমি এটাকে সুযোগ হিসেবে নিতে ভালবাসি। নিজের সেরাটা বের করে আনতে পারি।'' ৭৬ শতরানের মালিক আরও বলেন, ''আমি আমার সময় নিয়েছিলাম। ওদের বোলাররা ভাল জায়গায় বল করছিল। আউটফিল্ডও স্লো ছিল। তাই আমাকে সময় নিতে হচ্ছিল।''