এক্সপ্লোর
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ ঋষভের নিজেকে চেনানোর মঞ্চ, বলছেন বিরাট
শনিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে অভিযান শুরু হচ্ছে কোহলির ভারতের

BIRMINGHAM, ENGLAND - JUNE 29: Virat Kohli of India talks to the press at Edgbaston on June 29, 2019 in Birmingham, England. (Photo by Nathan Stirk/Getty Images)
লডারহিল: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ ঋষভ পন্থের সামনে নিজেকে প্রমাণ করার বড় মঞ্চ। মন্তব্য বিরাট কোহলির। শনিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে অভিযান শুরু হচ্ছে কোহলির ভারতের। বিশ্বকাপ পরবর্তী অধ্যায়ে মহেন্দ্র সিংহ ধোনির ক্রিকেটীয় ভবিষ্যৎ নিয়ে জল্পনার মাঝেই কোহলির মন্তব্য, 'আন্তর্জাতিক ক্রিকেটে অনেক ম্যাচ খেলার সুযোগ ঋষভ পন্থের সামনে। নিজেকে প্রমাণ করার দারুণ সুযোগ।' কোহলি আরও বলেন, 'আমরা সকলেই জানি ও কতটা দক্ষ। সকলেই চাই ভারতীয় দলের হয়ে ও ধারাবাহিকভাবে ভাল খেলুক। এমএস ধোনির অভিজ্ঞতা ভীষণ গুরুত্বপূর্ণ একটা ব্যাপার বটেই। তবে তরুণদের সামনেও দারুণ সুযোগ রয়েছে। ওদের সেই সুযোগটা কাজে লাগানো উচিত।' কোহলি আগেই জানিয়েছিলেন যে, শ্রেয়স আইয়ার-মণীশ পাণ্ডেদের মতো তরুণদের জন্য এই সিরিজ বড় মঞ্চ। বিশ্বকাপের সেমিফাইনালে হেরে স্বপ্নভঙ্গের পর এই প্রথম আন্তর্জাতিক ক্রিকেটের আসরে নামছে ভারত। কোহলি বলেছেন, 'বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পরের কয়েকটা দিন খুব কঠিন ছিল। প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠলে একটা খারাপ অনুভূতি হত। তারপর সারাদিন ধরে দৈনন্দিন কাজ করতে হত। তাতে কিছুটা ভুলে থাকা সম্ভব। আমরা পেশাদার। এগিয়ে চলাটাই আমাদের কাছে প্রত্যাশিত। সব দলকেই ব্যর্থতা ভুলে এগিয়ে যেতে হয়। বিশ্বকাপে যা হয়েছে, মেনে নিয়েছি। এখানে ফিল্ডিং সেশন আর প্র্যাক্টিস বেশ ভাল হয়েছে। সকলেই ফের মাঠে নেমে পড়তে মুখিয়ে রয়েছে। দল হিসাবে দ্রুত মাটে নেমে পড়াটাই সবচেয়ে ভাল ব্যাপার।' তিন বছর আগে এখা্নে টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে ভারতীয় ক্রিকেটারদের। বৃষ্টির জন্য শুক্রবার ভালভাবে অনুশীলন করতে পারেননি কোহলিরা। ভারতীয় অধিনায়ক মজার ছলে বলেছেন, 'মাঠের কভারগুলো একইরকম রয়েছে দেখছি। আসলে মাঠ ঢাকা থাকায় কভার ছাড়া কিছুই দেখতে পাইনি।' কোহলি বলেছেন, 'টি-টোয়েন্টি ব্যাপারটা আমেরিকার সংস্কৃতির পক্ষে মানানসই। বিশেষ করে ম্যাচের মোট সময়ের ব্যাপারটা। আন্তর্জাতিক মঞ্চে খেলাটার প্রসার ঘটাতে এই আগ্রহ তৈরি করাটা জরুরি।'
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















