এক্সপ্লোর
Advertisement
আজ কখন, কীভাবে দেখা যাবে দিল্লি-পঞ্জাব ম্যাচ?
ম্যাচের যাবতীয় খবরের জন্য চোখ রাখুন https://bengali.abplive.com/sports -এ।
দুবাই: আজ মুখোমুখি হচ্ছে শ্রেয়স আয়ারের দিল্লি ও কে এল রাহুলের পঞ্জাব। দু’দলেই একঝাঁক তারকা। উত্তেজক ম্যাচ দেখার আশায় ক্রিকেটপ্রেমীরা। গতকালের মতোই আজও খেলা শুরু হবে ভারতীয় সময় অনুযায়ী সন্ধে সাড়ে সাতটা থেকে। তবে গতকাল আবু ধাবিতে খেলা হলেও, আজকের ম্যাচ হবে দুবাইয়ে।
খেলা দেখা যাবে স্টার স্পোর্টস ১, স্টার স্পোর্টস ১ এইচ ডি, স্টার স্পোর্টস ৩ ও স্টার স্পোর্টস ৩ এইচ ডি চ্যানেলে। এছাড়া বাংলা ধারাভাষ্য সহ খেলা দেখা যাবে জলসা মুভিজ চ্যানেলে। অনলাইনে ম্যাচ সম্প্রচারিত হবে ডিজনি+হটস্টারে। ম্যাচের যাবতীয় খবরের জন্য চোখ রাখুন https://bengali.abplive.com/sports -এ।
দিল্লি দল- শ্রেয়স আয়ার, ঋষভ পন্থ, রবিচন্দ্রন অশ্বিন, অজিঙ্কা রাহানে, শিখর ধবন, ড্যানিয়েল স্যামস, পৃথ্বী শ, শিমরন হেটমায়ার, সন্দীপ ল্যামিছানে, কাগিসো রাবাডা, মার্কাস স্টোইনিস, অ্যানরিক নর্তে, অ্যালেক্স ক্যারি, অক্ষর পটেল, কিমো পল, ইশান্ত শর্মা, অমিত মিশ্র, তুষার দেশপাণ্ডে, ললিত যাদব, হর্ষল পটেল, মোহিত শর্মা ও আবেশ খান।
পঞ্জাব দল- কে এল রাহুল, ক্রিস গেইল, গ্লেন ম্যাক্সওয়েল, জেমস নিশম, রবি বিষ্ণোই, সরফরাজ খান, নিকোলাস পুরান, শেলডন কট্রেল, মহম্মদ শামি, ময়ঙ্ক অগ্রবাল, মুজিব-উর-রহমান, ক্রিস জর্ডন, মনদীপ সিংহ, করুণ নায়ার, কৃষ্ণাপ্পা গৌতম, দীপক হুডা, ঈশান পোড়েল, প্রভসিমরন সিংহ, মুরুগান অশ্বিন, তাজিন্দর সিংহ, হার্ডাস ভিলোয়েন, জগদিশা সুচিৎ, দর্শন নালকাণ্ডে, অর্শদীপ সিংহ ও হরপ্রীত ব্রার।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement