European Football: বিশ্বকাপের পর শুরু হয়েছে প্রিমিয়ার লিগ, বাকি লিগগুলি কবে থেকে শুরু?
Bundesliga: বিশ্বকাপের পরে ইতিমধ্যেই প্রিমিয়ার লিগ শুরু হলেও, প্রায় এক মাস শীতের ছুটির পরেই শুরু হবে জার্মানির বুন্দেশলিগা।
নয়াদিল্লি: এক মাসেরও দীর্ঘ সময় ধরে অনুষ্ঠিত কাতার বিশ্বকাপ সদ্যই শেষ হয়েছে। তবে বিশ্বকাপ শেষ হলেও, ফুটবল ঘিরে দর্শকদের উন্মাদনায় কোনও ভাটা পড়ার সম্ভাবনা নেই। ব্রাজিল, আর্জেন্তিনা, ফ্রান্সের হয়ে বিশ্বকাপ মাতানো তারকারা এবার ক্লাব ফুটবলে ফিরতে চলেছেন। লিওনেল মেসি (Lionel Messi), নেমার, কিলিয়ান এমবাপেদের (Kylian Mbappe) এবার একে অপরের বিরুদ্ধে নয়, বরং আবারও একবার পিএসজির জার্সিতে একে অপরের পাশাপাশি খেলতে দেখা যাবে।
সতীর্থ মেসি, এমবাপেরা
৪৫ দিনের বিরতির পর গতকালই প্রিমিয়ার লিগ ফুটবল শুরু হয়ে গিয়েছে। সিংহভাগ লিগগুলির মতো প্রিমিয়ার লিগে কিন্তু ক্রিসমাসের সময় শীতের বিরতি থাকে না। তাই বাকি লিগগুলির থেকে খানিকটা আগেই শুরু হয়েছে প্রিমিয়ার লিগ ফুটবল। তবে লা লিগা (La Liga), সিরি এ (Serie A), লিগ ওয়ানের (Ligue 1) মতো লিগগুলিও শীঘ্রই ফিরতে চলেছে। বুধবারই অ্যাঙ্গার্স ও আজাকসিওয়ের এবং ট্রয়েস ও নান্টসের ম্যাচ দিয়ে পুনরায় ফরাসি লিগ ওয়ান শুরু হবে। মেসিদের পিএসজির ম্যাচ শুরু ভারতীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার রাত ১.৩০ টায়।
বৃহস্পতিবারই রায়ো ভায়োকানো ও জিরোনার ম্যাচ দিয়ে লা লিগাও ফিরছে। বিশ্বচ্যাম্পিয়ন রদ্রিগো দি পলের অ্যাটলেটিকো মাদ্রিদ ভারতীয় সময় অনুযায়ী শুক্রবার রাত ২টোয় বিশ্বকাপের পর নিজেদের প্রথম ম্যাচ খেলবে। রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা ভক্তদের অবশ্য আরেকটু অপেক্ষা করতে হবে। দুই স্প্যানিশ শক্তিধর ক্লাব শনিবার মাঠে নামবে। বাকি লিগগুলির তুলনায় সিরি এ তুলনামূলক খানিকটা পরেই শুরু হবে। এ বছরে ইতালির শীর্ষস্তরের ফুটবল লিগের কোনও ম্যাচ নেই। একেবারে নতুন বছরের ৪ তারিখেই শুরু হবে এই লিগ।
বুন্দেশলিগায় দীর্ঘ বিরতি
৪ তারিখে লিগের প্রত্যাবর্তনের পর প্রথম ম্যাচেই মাঠে নামবে থিও হার্নান্ডেজেদর এসি মিলান। সিরি এর গতবারের চ্যাম্পিয়ন সালেরনিতানার মুখোমুখি হবে। অপরদিকে, একই সময়ে সাসুয়োলো ও স্যাম্পদোরিয়াও একে অপরের বিরুদ্ধে মাঠে নামবে। বিশ্বচ্যাম্পিয়ন পাওলো দিবালার এএস রোমা একই দিনে রাতের দিকে নিজেদের ম্যাচ খেলবে। তবে সিরি এ শুরু হওয়ারও ১৭ দিন পরে শুরু হবে বুন্দেশলিগা। মরসুমের মাঝপথে বিশ্বকাপ সত্ত্বেও একমাত্র জার্মান লিগেই শীতকালের দীর্ঘদিনের ছুটি বহাল রাখা হয়েছে। ভারতীয় সময় অনুযায়ী ২১ জানুয়ারি বুন্দেশলিগার রেকর্ড চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ ও আরবি লাইপজিংয়ের হাড্ডাহাড্ডি ম্য়াচ দিয়ে বুন্দেশলিগা শুরু হবে।
আরও পড়ুন: