WI vs IRE: পোলার্ড, ব্রুকসের দুরন্ত ব্যাটিংয়ে প্রথম ওয়ান ডে-তে আইরিশদের হারাল ওয়েস্ট ইন্ডিজ
WI vs IRE: ওয়ান ডে ক্রিকেটে অভিষেকেই বাজিমাত করলেন শামারা ব্রুকস (Shamarh Brooks)। ৩৩ বছরের এই ডানহাতি ব্যাটার অল্পের জন্য নিজের সেঞ্চুরি মিস করলেও দলে জয়ের অন্যতম কারিগর হয়ে গেলেন।
![WI vs IRE: পোলার্ড, ব্রুকসের দুরন্ত ব্যাটিংয়ে প্রথম ওয়ান ডে-তে আইরিশদের হারাল ওয়েস্ট ইন্ডিজ WI vs IRE: Brooks, Pollard star as West Indies defeat Ireland in 1st ODI WI vs IRE: পোলার্ড, ব্রুকসের দুরন্ত ব্যাটিংয়ে প্রথম ওয়ান ডে-তে আইরিশদের হারাল ওয়েস্ট ইন্ডিজ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/09/47e98adea5a8c0c8deea08123b611bf7_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
জামাইকা: ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচে জয় ছিনিয়ে নিল ওয়েস্ট ইন্ডিজ (west indies)। জামাইকার সাবাইনা পার্কে হওয়া এই ম্যাচে প্রথমে ব্যাট করে ৪৮.৫ ওভারে ২৬৯ রানে অল আউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ৯৩ রানের ঝকঝকে ইনিংস খেলেন শামারা ব্রুকস (Shamarh brooks)। অধিনায়ক পোলার্ডের (Kieron pollard) ব্যাট থেকে আসে ৬৯ রান রান। জবাবে ব্যাট করতে নেমে ৪৯.১ ওভারে ২৪৫ রানে অল আউট হয়ে যায় আয়ারল্যান্ড।
Victory secured to start 2022 and further @ICC ODI Super league points in our journey to the 2023 ODI @cricketworldcup. #MenInMaroon pic.twitter.com/S1Smt2B8BU
— Windies Cricket (@windiescricket) January 8, 2022
ওয়ান ডে ক্রিকেটে অভিষেকেই বাজিমাত করলেন শামারা ব্রুকস। ৩৩ বছরের এই ডানহাতি ব্যাটার অল্পের জন্য নিজের সেঞ্চুরি মিস করলেও দলে জয়ের অন্যতম কারিগর হয়ে গেলেন। কোভিড আবহের মধ্যেই ৩ ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ এসেছে আয়ারল্যান্ড।
এদিন টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন আয়ারল্যান্ড অধিনায়ক। ব্যাট করতে নেমে শাই হোপ ও জাস্টিন গ্রিভস কেউই রান পাননি। রান পাননি নিকোলাস পুরানও। কিন্তু এরপরই দলের হাল ধরেন প্রথমবার ওয়ান ডে ফর্ম্যাটে দেশে হয়ে খেলতে নামা বার্বাডোজের ডান হাতি ব্যাটার ব্রুকস। ৮৯ বলে ৯৩ রানের ইনিংস খেলেন তিনি। হাঁকান ৯টি বাউন্ডারি ও ৩টি ছক্কা। তাঁকে যোগ্য সঙ্গ দেন অধিনায়ক কায়রন পোলার্ড। ৬৬ বলে ৬৯ রানের ইনিংস খেলার পথে ৪টি বাউন্ডারি ও সমসংখ্যক ছক্কা হাঁকান পোলার্ড। শেষ পর্যন্ত ক্যারিবিয়ানদের ইনিংস শেষ হয়ে যায় ২৬৯ রানে।
জবাবে ব্যাট করতে নেমে অধিনায়ক অ্যান্ড্রু বালবিরিন ৭১ রানের ইনিংস খেলেন। হাফ সেঞ্চুরি করেন হ্যারি টেক্টর। তবে কেউই সেভাবে আর রান পাননি। ৪৯.১ ওভারে ২৪৫ রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ডের ইনিংস। আগামী মঙ্গলবার সিরিজের দ্বিতীয় ম্যাচ।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)