এক্সপ্লোর
Advertisement
২০১৯ বিশ্বকাপে ধোনিই নেতা থাকলে অবাক হবেন সৌরভ
নয়াদিল্লি: ভারতের একদিনের ও টি-২০ দলের বর্তমান অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির বদলি নিয়ে এখনই নির্বাচকদের চিন্তা করা উচিত। এমনই মত প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের। ধোনি ২০১৯ সালে পরবর্তী একদিনের বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকতে পারবেন কি না সে বিষয়ে সন্দিহান বাংলার মহারাজ। তিনি ধোনি-পরবর্তী সময়ে অধিনায়ক হিসেবে বিরাট কোহলিকেই দেখতে চাইছেন।
একটি ইংরাজি ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে সৌরভ বলেছেন, ধোনি দীর্ঘ ৯ বছর ধরে ভারতের অধিনায়ক। তিনি দারুণভাবে এই দায়িত্ব সামলেছেন। কিন্তু ২০১৯ বিশ্বকাপেও তিনি অধিনায়কত্ব করতে পারবেন কি না সে বিষয়ে সন্দেহ আছে। ধোনি ইতিমধ্যেই টেস্ট থেকে অবসর নিয়েছেন। তাই নির্বাচকদের ভাবতে হবে। ধোনি যদি আগামী চার বছর সর্বোচ্চ পর্যায়ে খেলার মতো অবস্থায় না থাকেন তাহলে অন্য কাউকে অধিনায়ক করতে হবে। সব দেশই ভবিষ্যতের পরিকল্পনা করে। ভারতকেও সেই পরিকল্পনা করতে হবে।
সৌরভ অবশ্য ধোনির প্রশংসাও করেছেন। তাঁর মতে, ভারতীয় ক্রিকেটের এখনও ধোনিকে প্রয়োজন। সীমিত ওভারের ক্রিকেট খেলা উচিত তাঁর। তিনি ভারতের অন্যতম সেরা অধিনায়ক।
ভারতের টেস্ট দলের বর্তমান অধিনায়ক কোহলিকে ধারাবাহিকতার দিক থেকে বিশ্বের সেরা বলে অভিহিত করেছেন সৌরভ। তিনি আরও বলেছেন, টেস্ট অধিনায়ক হিসেবে কোহলির রেকর্ডও উজ্জ্বল। তবে ধোনিকে সরিয়ে দেওয়া উচিত হবে না। তিনি নিজে সরে গেলেই কোহলিকে একদিনের ও টি-২০ দলের অধিনায়ক করা উচিত।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
ক্রিকেট
Advertisement