Wimbledon 2025: ঘাসের কোর্টের নতুন রাজা, আলকারাজ়কে হারিয়ে ঐতিহাসিক উইম্বলডন জয় ইয়ানিক সিনারের
Jannik Sinner vs Carlos Alcaraz: এ বছরে ফরাসি ওপেন ফাইনালে আলকারাজ়ের বিরুদ্ধে হেরেছিলেন সিনার। উইম্বলডন জিতে মধুর প্রতিশোধ নিলেন ইতালিয়ান।

লন্ডন: খাতায়-কলমে লড়াইটা ছিল বিশ্বের এক বনাম দুই নম্বর পুরুষ সিঙ্গেলস তারকার। দিনকয়েক আগেই তাঁরা ফরাসি ওপেনের ফাইনালেও মুখোমুখি হয়েছিলেন। টেনিসের দুই তরুণ তুর্কি, যাঁরা পরবর্তী সময়ে কোর্ট শাসন করবেন বলে মনে করেন বিশেষজ্ঞরা, সেই ইয়ানিক সিনার (Jannik Sinner) ও কার্লোস আলকারাজ় (Carlos Alcaraz) সপ্তাহান্তে উইম্বলডনের (Wimbledon 2025) ফাইনালে নেমেছিলেন।
চার সেটের লড়াই শেষে কিন্তু অল ইংল্যান্ড ক্লাবে খেতাবটা উঠল বিশ্বের এক নম্বর ইয়ানিক সিনারের হাতেই। এই জয়টা আরও তাৎপর্যপূর্ণ কারণ সিনারই প্রথম ইতালিয়ান যিনি উইম্বলডনের ১৪৮ বছরের ইতিহাসে সিঙ্গেলস চ্যাম্পিয়ন হলেন। এই দিনের ম্যাচের ফলাফল তাঁর পক্ষে ৪-৬, ৬-৪, ৬-৪, ৬-৪। এ বছরে ফরাসি ওপেন ফাইনালে আলকারাজ়ের বিরুদ্ধে হেরেছিলেন সিনার। উইম্বলডন জিতে মধুর প্রতিশোধ নিলেন ইতালিয়ান তারকা। টানা পাঁচ হারের পর আলকারাজ়কে অবশেষে হারালেন সিনার।
Jannik Sinner is a Wimbledon champion 🇮🇹
— Wimbledon (@Wimbledon) July 13, 2025
The world No.1 defeats Carlos Alcaraz 4-6, 6-4, 6-4, 6-4 to win the 2025 Gentlemen's Singles Trophy 🏆#Wimbledon pic.twitter.com/UMnwV4Fw78
বিগত দুইবারের উইম্বলডনেই চ্যাম্পিয়ন হয়েছিলেন আলকারাজ়। অল ইংল্যান্ড ক্লাবে জয়ের হ্যাটট্রিকের লক্ষ্যে নেমেছিলেন আলকারাজ়। গ্র্যান্ড স্ল্যামের পাঁচে পাঁচ স্কোরলাইন ছিল স্প্যানিয়ার্ডের। তবে অবশেষে তাঁর ১০০ শতাংশ রেকর্ড ভাঙলেন সিনার। এ বছরের অস্ট্রেলিয়ান ওপেনের পর উইম্বলডন জিতলেন তিনি। এটি ২৩ বছর বয়সি সিনারের কেরিয়ারের চতুর্থ গ্র্যান্ড স্ল্যাম।
দুই তারকাই নিজেদের সার্ভে পয়েন্ট জেতে তবে অবশেষে পঞ্চম গেমে সিনার আলকারাজ়ের সার্ভিস ব্রেক করতে সক্ষম হন। তবে দ্রুতই আলকারাজ় ৪-৪ করে ফেলেন। দেখতে দেখতেই সিনারের ডবল ফল্টে আলকারাজ় সেট পয়েন্ট পেয়ে যান। দুরন্ত ব্যাকহ্যান্ডের দৌলতে প্রথম সেট জিতেও নেন আলকারাজ়।
তবে দ্বিতীয় সেটে দারুণভাবে ফিরে আসেন সিনার। ৩-১ এগিয়েও যান তিনি। এরপর ম্যাচ খানিকটা সময় থামে। শেষমেষ দুরন্ত ফোরহ্যান্ডে তিনি দ্বিতীয় সেট জিতে ম্যাচে সমতায় ফেরেন। তৃতীয় সেটে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর, সেই সেটও সিনার জিতে নেন। চতুর্খ সেটে পরপর ব্রেক পয়েন্ট পেয়ে ম্যাচের দখল নিয়ে নেন। আলকারাজ় অষ্টম গেমে দুই ব্রেক পয়েন্ট পান, তবে সিনার ম্যাচে দুরন্তভাবে নিজের দখলেই রাখেন। সিনার শেষমেশ চ্যাম্পিয়নশিপের জন্য সার্ভ করেন এবং প্রথমবারে না পেলেও, দ্বিতীয় চ্যাম্পিয়নশিপ পয়েন্টে স্ল্যাম নিজের নামে করে ফেলেন।






















