Wimbledon: ক্রিস এভার্ট, রজর ফেডেরারের রেকর্ড ভেঙে উইম্বলডনের সেমিতে নোভাক জকোভিচ
Novak Djokovic: যার পর আর ফ্যাভিওকে সুযোগ দেননি তিনি। পুরুষদের টেনিসে রজার ও জোকার দুজনেই এর আগে ১৩ বার করে গ্র্যান্ডস্লামের সেমিতে পৌঁছেছিলেন।

লন্ডন: উইম্বলডনের সেমিতে নোভাক জকোভিচ। চার সেটের লড়াইয়ে ইতালির ফ্ল্যাভিও কাবোলি। ৩ ঘণ্টা ১১ মিনিটের লড়াইয়ে জোকার ইতালির প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে দেন ৬-৭ (৬-৮), ৬-২, ৭-৫, ৬-৪ ব্যবধানে সেন্টার কোর্টে জয় ছিনিয়ে নিয়েছেন। এই জয়ের সঙ্গে সঙ্গে গ্র্যান্ডস্লামের ইতিহাসে সর্বাধিক সেমিফাইনাল খেলার নজির গড়া ক্রিস এভার্টকে ছুঁয়ে ফেললেন জোকার। ওপেন এরাতে ৫২ বার গ্র্যান্ডস্লামের সেমিতে জায়গা করেছেন দুজনেই। উইম্বলডনে ১৪ তম বার সেমিতে জায়গা করে নিলেন ৩৮ বছরের জোকার।
ওপেনিং সেটে জকোভিচ দ্রুত এগিয়ে গিয়েছিলেন। কিন্তু পাল্টা প্রত্যাঘাতে ২৩ বছরের ইতালিয় তারকা ৩-১ ব্যবধানে এগিয়ে যান। যদিও জকোভিচ সেখান থেকে সেট ৬-৬ করেন। পরে টাইব্রেকারে ইতিালির টেনিস প্লেয়ার জয় ছিনিয়ে নেন। ৬-২ ব্যবধানে একপেশে লড়াইয়ে জিতে যান সার্বিয়ান টেনিস তারকা তৃতীয় ও চতুর্থ সেটও জিতে যান জোকার। তৃতীয় সেট ৭-৫ ব্যবধানে ও চতুর্থ সেট ৬-৪ ব্যবধানে জিতে নেন জকোভিচ।
দ্বিতীয় সেটেই দারুণভাবে ফিরে ম্য়াচে ফিরে আসেন জোকার। যার পর আর ফ্যাভিওকে সুযোগ দেননি তিনি। পুরুষদের টেনিসে রজার ও জোকার দুজনেই এর আগে ১৩ বার করে গ্র্যান্ডস্লামের সেমিতে পৌঁছেছিলেন। যা ছিল এক রেকর্ড। এবার তা নিজের নামেই করে নিলেন সার্বিয়ান তারকা। রজারকে টেক্কা দিয়ে দিলেন তিনি। এদিকে হারের পরও ফ্যাভিও এটিপি ক্রমতালিকায় পাঁচ ধাপ এগিয়েছেন। ১৯ নম্বরে রয়েছেন তিনি। ম্য়াচের পর জোকার বলছেন, ''ফ্যাভিওকে অনেক অনেক শুভেচ্ছা। দারুণ টুর্নামেন্ট কাটল ওর। দারুণ পারফর্মও করেছে। ও এমন একজন প্লেয়ার যাকে আগামীতে আরও অনেক বেশি দেখা যাবে।'' শেষ চারের লড়াইয়ে বিশ্বের এক নম্বর জ্যাক সিনারের বিরুদ্ধে খেলতে দেখা যাবে জোকারকে।
এদিকে, বর্তমানে দুই আন্তর্জাতিক ফর্ম্যাট থেকে অবসর নেওয়ার পর কোহলির হাতে খানিকটা সময় রয়েছে। আপাতত তাঁর কোনও ধরনের ম্য়াচ নেই। সেই ফাঁকেই এক দশক পর ফের একবার উইম্বলডনে দেখা মিলল কোহলির। তিনি রেকর্ড গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন তথা গত বছরের ফাইনালিস্ট নোভাক জকোভিচের ম্যাচ দেখতে হাজির ছিলেন। জকোভিচ ও অ্যালেক্স ডি মিনাউরের রাউন্ড অফ ১৬-র ম্যাচ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেন তিনি। নিজের সোশ্যাল মিডিয়ায়ও সেই ম্যাচ দেখার একটি ছবি আপলোড করেন কোহলি। তাঁর ক্যাপশনে জকোভিচকে ট্যাগ করে 'কিং কোহলি' লেখেন, 'দুর্দান্ত এক ম্য়াচের সাক্ষী থাকলাম। তবে এটা যোদ্ধার (জকোভিচ) জন্য তো নিত্যদিনের ব্যাপার।'






















