এক্সপ্লোর
Advertisement
বড় দলগুলির বিরুদ্ধে বাংলাদেশের জয় এখন আর অঘটন নয়, বলছেন মাশরাফি
বর্তমানে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার শাকিব আল হাসান বলেছেন, ২০০৭ বিশ্বকাপের পর ১২ বছর কেটে গিয়েছে। আমাদের ক্রিকেট অনেকটা এগিয়ে গিয়েছে।
লন্ডন: ক্রিকেটবিশ্বে বাংলাদেশ এখন আর বড় দলগুলির চেয়ে পিছিয়ে নেই। বড় দলগুলিকে হারানোর ক্ষমতা রয়েছে বাংলাদেশের। এমনই দাবি করলেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি মোর্তাজা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচের পর তিনি বলেছেন, ‘আমাদের এই জয় মোটেই অবাক হওয়ার মতো ঘটনা নয়। আমরা জানতাম, সেরা খেলা খেলতে পারলে জয় আসবে। আমি জানি, অনেকেরই আমাদের ক্রিকেট সম্পর্কে ধারণা ভাল নয়। তবে আমরা শুধু খেলায় মন দিচ্ছি।’
মাশরাফি আরও বলেছেন, ‘ইংল্যান্ডের পরিবেশ আমাদের দেশের চেয়ে আলাদা। এখানে মানিয়ে নেওয়া সহজ নয়। আমরা খুব ভাল খেলেছি। এটা আমাদের অন্যতম সেরা পারফরম্যান্স। সব ম্যাচেই এভাবে খেলতে চাই।’
বর্তমানে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার শাকিব আল হাসান বলেছেন, ‘২০০৭ বিশ্বকাপের পর ১২ বছর কেটে গিয়েছে। আমাদের ক্রিকেট অনেকটা এগিয়ে গিয়েছে। সেই সময় আমরা ভাল খেললেই দেশের মানুষ খুশি হতেন। কিন্তু এখন তাঁরা কোনও দলের বিরুদ্ধেই আমাদের হার মেনে নিতে পারেন না। গত ১২ বছরে এভাবেই প্রত্যাশার মাত্রা বেড়ে গিয়েছে। আমরা বিশ্বকাপের জন্য ভালভাবে প্রস্তুতি নিয়েছি। আয়ারল্যান্ড সফরে ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভাল খেলেছিলাম। তার ফলে আমাদের আত্মবিশ্বাস বেড়ে গিয়েছে এবং নিজেদের উপর বিশ্বাস তৈরি হয়েছে। এই প্রতিযোগিতায় আমাদের অনেক কিছু প্রমাণ করার রয়েছে। আমরা সেই চ্যালেঞ্জ নিতে তৈরি। দলের সবাই আত্মবিশ্বাসী এবং ফুরফুরে মেজাজে আছে। আমরা জানি, বড় দলগুলিকে হারানোর ক্ষমতা আছে।’
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
বিনোদনের
জেলার
Advertisement