![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Yuvraj Singh: মিথ্যা মামলায় ফাঁসিয়ে যুবরাজের মা-কে ব্ল্যাকমেলের অভিযোগ, গ্রেফতার ১ মহিলা
Yuvraj Singh Update: পুলিশ অভিযুক্ত মহিলাকে ৫ লক্ষ টাকা সমেত গ্রেফতার করে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ। যুবরাজ সিংহকে ফাঁসানোর অভিযোগ উঠেছে।
![Yuvraj Singh: মিথ্যা মামলায় ফাঁসিয়ে যুবরাজের মা-কে ব্ল্যাকমেলের অভিযোগ, গ্রেফতার ১ মহিলা Woman arrested for trying to extort ₹40 lakh from Yuvraj Singh's mother Yuvraj Singh: মিথ্যা মামলায় ফাঁসিয়ে যুবরাজের মা-কে ব্ল্যাকমেলের অভিযোগ, গ্রেফতার ১ মহিলা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/26/48e5f69545248de74505274c3201cf271690349385632206_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
চণ্ডীগড়: প্রথমে হুমকি, পরে ব্ল্যাকমেল। যুবরাজ সিংহকে মিথ্যা মালায় ফাঁসানোর অভিযোগ উঠল। এমনকী ব্ল্যাকমেল করে তাঁর মা শবনম সিংহের থেকে ৪০ লক্ষ টাকা দাবি করা হয়েছিল ব্ল্যাকমেলারদের তরফে। এই ঘটনায় এক মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ অভিযুক্ত মহিলাকে ৫ লক্ষ টাকা সমেত গ্রেফতার করে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ।
যুবরাজের পরিবারের অভিযোগের ওপর ভিত্তি করে ডিএলএফ ফেজ-1 থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে। অভিযুক্ত মহিলার নাম হেমা কৌশিক, ওরফে ডিম্পি। যুবরাজের ছোট ভাই জোরওয়ার সিংহের তত্ত্বাবধায় হিসেবে কাজ করছিলেন হেমা। কিন্তু ২০ দিনের মাথায় তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। এফআইআরে উল্লেখ করা হয়েছে যে খারাপ ব্যবহারের জন্য চাকরি থেকে হেমাকে সরিয়ে দেওয়ার পর থেকেই হেমার পরিবারের পক্ষ থেকে হুমকি আসতে থাকে। এমনকী যুবরাজের ভাইয়ের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হয়। যুবরাজের মা শবনমের থেকে ৪০ লক্ষ্য টাকাও দাবি করেন সেই মহিলা।
ভারত-পাক ম্যাচের দিন বদল?
আসন্ন ওয়ান ডে বিশ্বকাপের আসর বসছে ভারতের মাটিতে। আর টুর্নামেন্টের সবচেয়ে হাইভোল্টেজ ভারত-পাকিস্তান ম্যাচ হওয়ার কথা আগামী ১৫ অক্টোবর। আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হওয়ার কথা এই ম্যাচ। কিন্তু একটি সমস্যা দেখা দিয়েছে নবরাত্রি পড়ছে। সেদিন। ফলে ম্যাচের সূচি বদলের সম্ভাবনা তৈরি হয়েছে। আইসিসি এই বিষয়ে ভাবনা চিন্তা শুরু করে দিয়েছে। ১৫ অক্টোবর নবরাত্রির প্রথম দিন। আর গুজরাতে এটি একটি উৎসবের আকার নেয়। প্রচুর পুন্যার্থীর আগমন হয় এই সময়। নিরাপত্তাজনিত একটা ইস্যুও হতে পারে। গুজরাতজুড়ে বেশ ধুমধাম করেই পালিত হয় নবরাত্রি। তাই ICC-র কাছে বিসিসিআই আবেদন জানিয়েছে, যদি ভারত-পাকিস্তান ম্যাচের তারিখ পরিবর্তনের বিষয়ে ভাবনাচিন্তা করতে।
যদি একান্তই এই ম্য়াচের সময়সূচি পরিবর্তিত হয়। তবে যারা ম্যাচ দেখতে আসছেন, তাঁদের জন্য সমস্যা হতে পারে। কারণ অনেকেই ট্রেন, বিমান, বাস বুক করে নিয়েছেন। হোটেল বুকিং চলছে। আমদাবাদে হোটেলর ভাড়াও বেড়েই চলেছে প্রতিনিয়ত। তবে নিরাপত্তা একটা বড় ইস্যু আমদাবাদে নবরাত্রির দিনগুলোয়। এজেন্সিগুলোও এই জন্য বিসিসিআইকে অ্যালার্ট করেছে।
গত মাসের শেষের দিকে, যখন আইসিসি বিশ্বকাপের সময়সূচি ঘোষণা করেছিল, তখন নরেন্দ্র মোদি স্টেডিয়াম চারটি খেলা পেয়েছিল। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ, ভারত বনাম পাকিস্তান ম্যাচ, ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া ও টুর্নামেন্টের ফাইনাল।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)