Women's Asia Cup: দ্রুত পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়েছে দল, ফাইনালের আগে সতীর্থদের প্রশংসায় ভরালেন হরমনপ্রীত
Indian Women's Cricket Team: ইংল্যান্ডকে ওয়ান ডেতে তাদের ঘরের মাঠে হারানোর পরেই বাংলাদেশে এশিয়া কাপ খেলতে নামে ভারতীয় দল। এই পরিবেশ বদলের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্যই সতীর্থদের প্রশংসা করলেন হরমনপ্রীত।
সিলেট: আজ শনিবার (১৫ অক্টোবর) এশিয়া কাপের (Women's Asia Cup 2022) ফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে ভারতীয় দল (INDW vs SLW)। ফাইনালে মাঠে নামার আগে ভিন্ন পরিবেশের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার দক্ষতার জন্য দলের সতীর্থদের প্রসংসায় ভরালেন ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur)।
পিচ, পরিবেশ বদল
এশিয়া কাপের আগেই ইংল্যান্ডকে তাদের ঘরের মাঠে ওয়ান ডে সিরিজে হোয়াইটওয়াশ করে ভারতীয় দল। সেখানকার পরিবেশের সঙ্গে বাংলাদেশের পরিবেশ ও পিচ যে কতটা ভিন্ন তা আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন হয় না। ভিন্ন ফর্ম্যাট, পিচ এবং পরিবেশের সঙ্গে দল দ্রুত মানিয়ে নেওয়ায় সতীর্থদের প্রশংসা করে হরমনপ্রীত বলেন, 'ইংল্যান্ডের পিচ ও পরিবেশ এখানকার থেকে সম্পূর্ণ ভিন্ন ছিল। আমরা নিজেদের মানিয়ে নেওয়ার জন্য মাত্র একটা দিন সময় পেয়েছিলাম। ইংল্য়ান্ডে পিচ ব্যাটিং সহায়ক ছিল এবং বল সুইংও হচ্ছিল। কিন্তু এখানকার পরিবেশ সম্পূর্ণ আলাদা। তবে খেলোয়াড়রা এই চ্যালেঞ্জটার সঙ্গে দারুণভাবে মানিয়ে নিয়েছে।'
সতীর্থদের প্রশংসা
এত দ্রুত পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া ভারতীয় দল কতটা শক্তিশালী, তারই প্রমাণ দেয় বলে দাবি হরমনপ্রীতের। 'ম্যাচ খেলতে নামার আগে আমরা এখানে মাত্র একবারই অনুশীলন করার সুযোগ পাই। তারপরেও আমাদের এই পারফরম্যান্স প্রমাণ করে দেয় যে আমরা দল হিসাবে কতটা শক্তিশালী। দলের খেলোয়াড়দের চারিত্রিক বৈশিষ্ট্যেরও প্রমাণ দেয় এটি। দলের মধ্যেকার বৈঠকেও আমি এই বিষয়টি নিয়ে কথা বলেছি। আমরা নিজেদের খেলাটা দারুণভাবে উপভোগও করছি।' জানান হরমনপ্রীত।
নিজেদের সপ্তম এশিয়া কাপ খেতাব জয়ের জন্য মাঠে নামবে ভারতীয় দল। অপরদিকে, শ্রীলঙ্কা নিজেদের প্রথম খেতাব জয়ের লক্ষ্যে। ভারতীয় দল এই নিয়ে অষ্টমবার এশিয়া কাপের ফাইনালে পৌঁছেছে। বিগত সাত বারের মধ্যে ছয় বারই খেতাব জিতে এশিয়া কাপের সফলতম দল ভারত। নিজেদের রেকর্ড আরও বাড়ানোর লক্ষ্যে টিম ইন্ডিয়া।
ভারতীয় দল সেমিফাইনালে তাইল্যান্ডকে ৭৪ রানের বড় ব্যবধানে পরাজিত করে এশিয়া কাপের ফাইনালে নিজেদের জায়গা পাকা করেছে। অপরদিকে, শ্রীলঙ্কা রুদ্ধশ্বাস ম্যাচে মাত্র এক রানে পাকিস্তানের বিরুদ্ধে জয় পায়। গ্রুপ পর্বে ভারত-শ্রীলঙ্কার ম্যাচে জয় পেয়েছিল ভারত। খালি পাকিস্তান বাদে ছয় ম্যাচের মধ্যে বাকি সবকয়টি ম্যাচ জিতেই গ্রুপ শীর্ষে শেষ করেছিল ভারত। অপরদিকে, ভারত ছাড়াও পাকিস্তানের বিরুদ্ধে হারতে হয়েছিল শ্রীলঙ্কাকে। এবার দেখার ফাইনালে কে জয় পায়।
আরও পড়ুন: সপ্তম এশিয়া কাপ খেতাব জয়ের লক্ষ্যে শ্রীলঙ্কার মুখোমুখি ভারত, কখন, কোথায় দেখবেন ম্যাচ?