এক্সপ্লোর
Advertisement
ঝোড়ো ব্যাটিংয়ে ম্যাচের সেরা শেফালি, ফের পুণমের স্পিন-ভেল্কি, মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে ১৮ রানে হারাল ভারত
ভারতের পরের ম্যাচ বৃহস্পতিবার। মেলবোর্নে নিউজিল্যান্ডের বিরুদ্ধে।
পারথ: মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিজয়রথ ছুটছে। টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ১৮ রানে হারিয়ে দিলেন হরমনপ্রীত কউররা। ব্যাট হাতে জয়ের প্রধান কারিগর শেফালি বর্মা। বল হাতে ফের জ্বলে উঠলেন পুণম যাদব।
টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিল বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ভারত তোলে ১৪২/৬। দ্বিতীয় ওভারেই ওপেনার তানিয়া ভাটিয়া আউট হয়ে গেলেও শেফালি বর্মার ঝোড়ো ইনিংসে ধাক্কা সামলে নেয় ভারত। ডানহাতি ব্যাটসম্যান শেফালি মাত্র ১৭ বলে ৩৯ রান করেন। তাঁর ইনিংসে ছিল ২টি চার ও ৪টি ছক্কা।
শেফালিকে যোগ্য সঙ্গত করেন জেমাইমা রডরিগেজ। ৩৭ বলে ২টি চার ও একটি ছক্কা মেরে ৩৪ রান করেন তিনি। দ্বিতীয় উইেকেটে শেফালি ও জেমাইমা মাত্র ২২ বলে ৩৭ রান যোগ করেন। তবে রান পাননি হরমনপ্রীত (৮), দীপ্তি শর্মা (১১)। বাংলার ক্রিকেটার রিচা ঘোষ এই ম্যাচে প্রথম একাদশে সুযোগ পেয়েছিলেন। ৬ নম্বরে ব্যাট করতে নেমে ১৪ বলে ১৪ রান করেন তিনি। শেষ দিকে চালিয়ে খেলে বেদা কৃষ্ণমূর্তি ১১ বলে ৪টি বাউন্ডারি-সহ ২০ রান করে অপরাজিত ছিলেন। বাংলাদেশ বোলারদের মধ্যে সালমা খাতুন ও পান্না ঘোষ দুটি করে উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে যায় বাংলাদেশের মহিলা দল। দ্বিতীয় ওভারেই ওপেনার শামিমা সুলতানাকে তুলে নেন শিখা পাণ্ডে। মুর্শিদা খাতুন (২৬ বলে ৩০ রান) লড়াই করছিলেন। তাঁকে ফেরান অরুন্ধতী রেড্ডি। এরপর পুণমের স্পিন ভেল্কি শুরু। ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে ৩ উইকেট নেন লেগস্পিনার। ২০ ওভারে ১২৪/৮ স্কোরে আটকে যায় বাংলাদেশ। নিজার সুলতানা (২৬ বলে ৩৫ রান) ও ফাহিমা খাতুন (১৩ বলে ১৭ রান) লড়াই করলেও লাভ হয়নি। দুটি করে উইকেট নিয়েছেন শিখা ও অরুন্ধতী। একটি উইকেট রাজেশ্বরী গায়কোয়াড়ের। ম্যাচের সেরা হয়েছেন শেফালি।
ভারতের পরের ম্যাচ বৃহস্পতিবার। মেলবোর্নে নিউজিল্যান্ডের বিরুদ্ধে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
খবর
Advertisement