বিশ্বকাপ ফাইনাল: দুরন্ত বোলিংয়ে নিউজিল্যান্ডকে ২৪১ রানে বেঁধে রাখল ইংল্যান্ড
গোটা ইনিংসে মাপা বোলিং করেন ক্রিস ওকস, লিয়াম প্লাঙ্কেট, জোফরা আর্চার সমৃদ্ধ ইংলিশ বোলিং লাইন আপ। কখনই বিপক্ষ ব্যাটসম্যানদের হাত খোলার সুযোগ দেননি তাঁরা।
লন্ডন: মাপা বোলিং, দুরন্ত ফিল্ডিং ও বুদ্ধিদীপ্ত ক্যাপ্টেন্সির দৌলতে বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডকে ২৪১ রানে বেঁধে রাখল ইংল্যান্ড। এদিন মেঘলাচ্ছন্ন আকাশে টসে জিতে প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। গোটা ইনিংসে মাপা বোলিং করেন ক্রিস ওকস, লিয়াম প্লাঙ্কেট, জোফরা আর্চার সমৃদ্ধ ইংলিশ বোলিং লাইন আপ। কখনই বিপক্ষ ব্যাটসম্যানদের হাত খোলার সুযোগ দেননি তাঁরা। বোলারদের যোগ্য সঙ্গ দেন ফিল্ডাররা। দুরন্ত রান বাঁচিয়েছে ইংল্যান্ড। দলের অধিনায়ক ইয়ন মর্গানের প্রশংসাও করতে হবে। ভীষণই বুদ্ধি ও বিচক্ষণতার পরিচয় দিয়েছেন এদিন। বোলার পরিবর্তন থেকে ফিল্ডিং প্লেসমেন্ট-- প্রত্যেক বিভাগেই উতরেছেন তিনি। নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ রান করেন হেনরি নিকলস (৫৫)। এছাড়া, টম লাথাম (৪৭) ও কেন উইলিয়ামসন (৩০) করেন। ইংল্যান্ডের হয়ে তিনটি করে উইকেট দখল করেন ওকস ও প্লাঙ্কেট। আর্চার ও উড দখল করেন একটি করে। শেষ পর্যন্ত ৮ উইকেটের বিনিময়ে ২৪১ রান তুলতে সক্ষম হয় ব্ল্যাক ক্যাপস-রা।