Charles Coste: প্রবীণতম হিসেবে অলিম্পিক্স ট্রফি জিতেছিলেন, ১০১ বছর বয়সে প্রয়াত চার্লস কোস্তে
Charles Coste: ১৯৪৮ সালের লন্ডন অলিম্পিক্সে সোনা জিতেছিলেন চার্লস। ২০২৪ অলিম্পিকে মশাল হাতে নিয়ে বিশ্বের প্রবীণতম জীবিত অলিম্পিক্স চ্যাম্পিয়ন হিসেবে ইতিহাস গড়েছিলেন।

নয়াদিল্লি: বিশ্বের প্রবীণতম অলিম্পিয়ান ছিলেন তিনি। ফ্রান্সের কিংবদন্তি সাইক্লিস্ট চার্লস কোস্তে (Charles Coste)। ১০১ বছর বয়সে প্রয়াত হলেন প্রবীণতম সাইক্লিস্ট চার্লস। ১৯৪৮ সালের লন্ডন অলিম্পিক্সে সোনা জিতেছিলেন চার্লস। ২০২৪ অলিম্পিকে মশাল হাতে নিয়ে বিশ্বের প্রবীণতম জীবিত অলিম্পিক্স চ্যাম্পিয়ন হিসেবে ইতিহাস গড়েছিলেন। এই বিষয়ে ফরাসি ক্রীড়ামন্ত্রী মারিনা ফেরারি জানিয়েছেন, ''গভীর আবেগ নিয়ে জানলাম ১৯৪৮ সালের লন্ডন অলিম্পিকের চ্যাম্পিয়ন ও প্যারিস ২০২৪-এর মশালবাহক চার্লস কোস্তের প্রয়াণের সংবাদ। ১০১ বছর বয়সে তিনি রেখে গেছেন বিশাল ক্রীড়া ঐতিহ্য।''
লন্ডন অলিম্পিক্সে তিনি দলগত ৪,০০০ মিটার পারস্যুট সাইক্লিংয়ে সার্জ ব্লুসন, ফার্নান দেকানালি ও পিয়ের আদামের সঙ্গে সোনা জিতেছিলেন। চার্লস কস্টের জন্ম হয়েছিল ১৯২৪ সালের ৮ ফেব্রুয়ারি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর আগে তিনি ছিলেন এক সম্ভাবনাময় সাইক্লিস্ট। যুদ্ধ শেষে আবার সাইক্লিংয়ে ফেরেন তিনি। ১৯৪৭ সালে ফরাসি জাতীয় সাইক্লিং চ্যাম্পিয়ন হন চার্লস কস্টে। পরের বছর লন্ডন অলিম্পিকে দলগত ট্র্যাক ইভেন্টে পদক জেতেন। ২০২৫ সালের জানুয়ারিতে হাঙ্গেরিয়ান জিমন্যাস্ট অ্যাগনেস কেলেটির প্রয়াত হওয়ার পর চার্লস কোস্তে ছিলেন বিশ্বের প্রবীণতম জীবিত অলিম্পিক চ্যাম্পিয়ন। তবে এবার তিনিও প্রয়াত হয়েছেন বলে খবর। ক্রীড়া জগতের ইতিহাসে এক বিশেষ স্থান নিয়ে চিরবিদায় নিলেন কিংবদন্তি এই ফরাসি সাইক্লিস্ট।
সূচি প্রকাশ করল বিসিসিআই
অস্ট্রেলিয়া থেকে ফিরে আসার পর দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ফর্ম্য়াটে সিরিজ খেলবে ভারত। নিজেদের দেশের মাটিতে টেস্ট, ওয়ান ডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। দুটো টেস্টের প্রথমটি ইডেন গার্ডেন্সে শুরু হবে আগামী ১৪ নভেম্বর থেকে। দ্বিতীয় টেস্ট শুরু ২২ নভেম্বর থেকে। তিন ম্য়াচের ওয়ান ডে সিরিজ শুরু ৩০ নভেম্বর থেকে। চলবে ৬ ডিসেম্বর পর্যন্ত। এরপর পাঁচ ম্য়াচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ৯ ডিসেম্বর থেকে। ১৯ ডিসেম্বর শেষ টি-টোয়েন্টি।
নতুন বছরে ২০২৬ এর শুরুতেই নিউজিল্যান্ড খেলতে আসবে ভারতে। তিন ম্য়াচের ওয়ান ডে সিরিজ শুরু হবে ১১ জানুয়ারি। চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। পাঁচ ম্য়াচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামী ২১ জানুয়ারি থেকে। চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। এরপর ফেব্রুয়ারি থেকে জুন মাস পর্যন্ত প্রথমে টি-টোয়েন্টি বিশ্বকাপ ও পরে আইপিএল চলবে। এরপর ইংল্য়ান্ডের মাটিতে পাঁচ ম্য়াচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। ১ জুলাই থেকে ১১ জুলাই পর্যন্ত চলবে সিরিজ। তিন ওয়ান ডে সিরিজ চলবে ১৪ জুলাই থেকে ১৯ জুলাই।






















