Bengal Squad: রঞ্জির নক আউট পর্বের জন্য বাংলা দলে ঋদ্ধি, বোর্ডের অনুমতি মিললে খেলবেন শামি
Ranji Bengal Squad: লিগ পর্যায়ের আগে বাংলা দল থেকে সরে দাঁড়িয়েছিলেন ব্যক্তিগত কারণ দেখিয়ে। কিন্তু আইপিএলে দুর্দান্ত ফর্মে থাকা ঋদ্ধিকে নক আউট পর্বের আগে দলে নিয়ে নিল বাংলা।
কলকাতা: রঞ্জি ট্রফির নক আউট পর্বের বাংলা স্কোয়াড ঘোষণা হয়ে গেল আজ। দলে ফিরলেন তারকা উইকেট কিপার ব্য়াটার ঋদ্ধিমান সাহা। লিগ পর্যায়ের আগে বাংলা দল থেকে সরে দাঁড়িয়েছিলেন ব্যক্তিগত কারণ দেখিয়ে। কিন্তু আইপিএলে দুর্দান্ত ফর্মে থাকা ঋদ্ধিকে নক আউট পর্বের আগে দলে নিয়ে নিল বাংলা। স্কোয়াডে রাখা হয়েছে মহম্মদ শামিকেও। কিন্তু তিনি তখনই খেলতে পারবেন যদি বিসিসিআইয়ের অনুমোদন মেলে।
২২ সদস্যের বাংলা দল
সোমবার রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালের জন্য দল ঘোষণা করে বাংলা। দলের অধিনায়ক নির্বাচিত করা হয়েছে স্বভাবতই অভিমন্যু ঈশ্বরণকে। এছাড়াও অভিজ্ঞ মনোজ তিওয়ারিকে রাখা হয়েছে ২২ সদস্যের দল। কাজি
একনজরে দেখে নেওয়া যাক বাংলা দল - অভিমন্যু ঈশ্বরণ, মনোজ তিওয়ারি, সুদীপ চট্টোপাধ্যায়, ঋদ্ধিমান সাহা, অনুষ্টুপ মজুমদার, মহম্মদ শামি, শাহবাজ আহমেদ, অভিষেক রমন, ঋত্বিক চট্টোপাধ্যায়, সায়ন মণ্ডল, মুকেশ কুমার, আকাশ দীপ, ঈশান পোড়েল, কৌশিক ঘোষ, ঋত্বিক রায় চৌধুরী, প্রদীপ্ত প্রামাণিক, করণ লাল, নীলকণ্ঠ দাস, সুদীপ কুমার ঘরামি, অভিষেক পোড়েল, মহম্মদ কাইফ, অঙ্কিত মিশ্রা
দলের চিফ কোচ অরুণ লাল, ডিরেক্টর ক্রিকেট অপারেশন হিসেবে নিযুক্ত হয়েছেন জয়দীপ মুখোপাধ্যায়।
এই মুহূর্তে আইপিএল খেলতে ব্যস্ত বাংলার ২ তারকা ক্রিকেটার মহম্মদ শামি ও ঋদ্ধিমান সাহা। প্রথমজন জাতীয় দলের তিন ফর্ম্যাটেই খেলেন। দ্বিতীয় জন টেস্টে খেলেন শুধু। ভারতের ইংল্যান্ড সফর রয়েছে আগামীতে। কিন্তু সম্প্রতি পরপর কয়েকটি সিরিজে টেস্ট স্কোয়াডেও জায়গা পাননি ঋদ্ধিমান। তার জন্যই তাঁকে বাংলা দলে অটোমেটিক চয়েস হিসেবেই নেওয়া হয়েছে। কিন্তু শামির ক্ষেত্রে বোর্ডের অনুমোদন দরকার।
শামি জাতীয় দলের জার্সিতে যদি পরবর্তী সিরিজে খেলেন তবে হয়ত বাংলার হয়ে মাঠে নামতে পারবেন না। কিন্তু কানাঘুুষো শোনা যাচ্ছে যে সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া হতে পারে। সেক্ষেত্রে বাংলার হয়ে দীর্ঘদিন পরে মাঠে নামতে পারবেন শামি।