Cricketers in bio-bubble: করোনামুক্ত হয়ে ভারতীয় দলের জৈব সুরক্ষা বলয়ে ঋদ্ধি-প্রসিদ্ধ
তবে ঋদ্ধির প্রথম একাদশে সুযোগ পাওয়া নিয়ে প্রশ্ন রয়েছে। সম্প্রতি তিন ফর্ম্যাটেই উইকেটকিপার হিসাবে নিজেকে মেলে ধরেছেন ঋষভ পন্থ। সাউদাম্পটনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তাঁরই প্রথম একাদশে থাকার কথা। তবে পন্থ চোট পেলে বা দল কৌশল পাল্টালে ঋদ্ধিকেও প্রথম একাদশে দেখা যেতে পারে।
![Cricketers in bio-bubble: করোনামুক্ত হয়ে ভারতীয় দলের জৈব সুরক্ষা বলয়ে ঋদ্ধি-প্রসিদ্ধ Wriddhiman Saha, Prasidh Krishna join India’s bio-bubble in Mumbai after getting recovered from COVID-19 Cricketers in bio-bubble: করোনামুক্ত হয়ে ভারতীয় দলের জৈব সুরক্ষা বলয়ে ঋদ্ধি-প্রসিদ্ধ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/25/0f11c6d4308067a8afe056f39fb92691_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: একজন আইপিএল চলাকালীন করোনায় আক্রান্ত হয়েছিলেন। অন্যজন কোভিড পজিটিভ ধরা পড়েন আইপিএল স্থগিত হয়ে যাওয়ার পর কর্নাটকে নিজের বাড়িতে ফিরেই। আপাতত দুজনই করোনাকে হারিয়ে সম্পূর্ণ সুস্থ। সেই ঋদ্ধিমান সাহা ও প্রসিদ্ধ কৃষ্ণ মুম্বইয়ে ভারতীয় দলের জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করলেন।
সামনে দীর্ঘ ইংল্যান্ড সফর। প্রথমে ১৮ থেকে ২২ জুন সাউদাম্পটনে কেন উইলিয়ামসনের নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলবে বিরাট কোহলির ভারত। তারপর জো রুটের ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। টেস্টের দলে রয়েছেন ঋদ্ধিমান সাহা। আর দলে স্ট্যান্ড বাই পেসার হিসাবে রাখা হয়েছে প্রসিদ্ধ কৃষ্ণকে। দুজনই ভারতীয় দলের বায়ো বাবলে যোগ দিয়েছেন। ২ জুন মুম্বই থেকে ইংল্যান্ডের উদ্দেশে উড়ে যাওয়ার কথা ভারতীয় দলের।
বাংলার উইকেটকিপার ব্যাটসম্যান ঋদ্ধি ইংল্যান্ড সফরের ২০ জনের দলে রয়েছেন। আর স্ট্যান্ড বাই হিসেবে রয়েছেন কৃষ্ণ। ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্তা বলেছেন, ‘ঋদ্ধিমান সাহা এবং প্রসিদ্ধ কৃষ্ণ পুরো ফিট হয়েই মুম্বইয়ের জৈব সুরক্ষা বলয়ে যোগ দিয়েছেন। সেই সঙ্গেই মুম্বইয়ে যাঁরা থাকেন, বিরাট কোহলি, রোহিত শর্মা, রবি শাস্ত্রীরাও এর মধ্যেই জৈব সুরক্ষা বলয়ে যোগ দিয়েছেন।’
মুম্বই এয়ারপোর্টের কাছে একটি বিলাসবহুল হোটেল রয়েছে ভারতীয় দল। ২ জুন তাদের ইংল্যান্ড উড়ে যাওয়ার কথা। তার আগে এই হোটেলেই কোয়ারেন্টিনে থাকবেন বিরাট কোহলিরা। ইংল্যান্ডে গিয়ে আবার ১০ দিনের নিভৃতবাসে থাকতে হবে ভারতীয় দলকে। এর পর ১৮-২২ জুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে ভারত। নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে। সেটা শেষ হওয়ার পর আবার ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলার কথা বিরাট কোহলিদের।
তবে ঋদ্ধির প্রথম একাদশে সুযোগ পাওয়া নিয়ে প্রশ্ন রয়েছে। সম্প্রতি তিন ফর্ম্যাটেই উইকেটকিপার হিসাবে নিজেকে মেলে ধরেছেন ঋষভ পন্থ। সাউদাম্পটনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তাঁরই প্রথম একাদশে থাকার কথা। তবে পন্থ চোট পেলে বা দল কৌশল পাল্টালে ঋদ্ধিকেও প্রথম একাদশে দেখা যেতে পারে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)