এক্সপ্লোর
Advertisement
‘বিরাটের ব্যাটিং দৃষ্টিনন্দন লাগে? তাহলে বাবরের খেলা দেখুন, ও স্পেশ্যাল’, তুলনা টেনে মন্তব্য মুডির
টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে সেরা পাঁচে জায়গা করে নিয়েছেন পাকিস্তানি তরুণ। স্টিভ স্মিথ, বিরাট কোহলি, মার্নাস লাবুশানে ও কেন উইলিয়ামসনের পরেই এখন বাবরের অবস্থান।
নয়াদিল্লি: বিরাট কোহলির সঙ্গে বাবর আজমের তুলনা নতুন নয়। অনেকেই মনে করেন ২৫ বছর বয়সী পাক তারকা বাবর একদিন ক্রিকেটীয় কীর্তিতে বিরাটকেও ছাপিয়ে যাবেন। অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার তথা সফল কোচ টম মুডি এবার বাবর আজমের ক্রিকেটীয় দক্ষতায় তাঁর মুগ্ধতার কথা জানালেন। কোহলির সঙ্গে তুলনা করে মুডি বলেছেন, ভবিষ্যতে বিশ্বের অন্যতম সেরা টেস্ট ব্যাটসম্যান হতে চলেছেন বাবর।
সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ইয়ান বিশপের সঙ্গে ক্রিকেট আড্ডায় যোগ দিয়েছিলেন মুডি। বাবরের প্রসঙ্গ উঠে এসেছে সেখানেই। মুডি বলেন, ‘গত এক বছরে বাবর স্পেশ্যাল হয়ে উঠেছে। আমরা বিরাট কোহলির কথা বলি, যখন ব্যাটিং সৌন্দর্যের কথা আসে। যদি আমরা মনে করি কোহলির ব্যাটিং চোখের শান্তি, তাহলে বাবরের ব্যাটিং দেখতে পারেন। ও কিন্তু সত্যিই স্পেশ্যাল। আগামী ৫-১০ বছরে বাবর বিশ্বের সেরা পাঁচ টেস্ট ব্যাটসম্যানদের মধ্যে থাকবে, এতে কোনও সন্দেহ নেই।’
গত এক-দেড় বছরের পারফরম্যান্সে টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে সেরা পাঁচে জায়গা করে নিয়েছেন পাকিস্তানি তরুণ। স্টিভ স্মিথ, বিরাট কোহলি, মার্নাস লাবুশানে ও কেন উইলিয়ামসনের পরেই এখন বাবরের অবস্থান।
মুডি মনে করছেন, ভিন্ন পরিবেশ-পরিস্থিতিতে আরও ম্যাচ খেলার সুযোগ পেলে আরও পরিণত হবেন বাবর। তিনি বলেছেন, ‘বিশ্বের সেরা ব্যাটসম্যানদের তালিকায় থাকবে বাবর। মাত্র ২৬টি টেস্ট খেলেছে। মিডল অর্ডারে খেলানো হয়েছে। দেশের বাইরে বেশি ম্যাচও খেলা হয়নি বাবরের। যত ম্যাচ খেলবে, ওর ব্যাটের ধার আরও বাড়বে।’
বিরাট-বাবরের তুলনা টানলেন মুডি, কতটা সমর্থনযোগ্য এই দাবি?
Q. বাবর কি সত্যিই ম্লান করে দিতে পারেন বিরাটের কীর্তি?
বিরাট কোহলির মতোই প্রতিভাবান মনে করা হয় বাবর আজমকে। পরিসংখ্যানে অবশ্য বিরাট অনেক এগিয়ে। টেস্টে ২৭টি সেঞ্চুরি রয়েছে ভারত অধিনায়কের। বিরাটের ওয়ান ডে সেঞ্চুরির সংখ্যা ৪৩। সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ৭০টি সেঞ্চুরি। বিশেষজ্ঞদের মতে, ৩১ বছরের বিরাট যেরকম ফিট, তাতে আরও ৫ বছর অনায়াসে খেলবেন। এবং সচিন তেন্ডুলকরের ১০০ আন্তর্জাতিক সেঞ্চুরির রেকর্ড ভেঙে দেওয়ার সেরা দাবিদার মনে করা হচ্ছে বিরাটকেই। তুলনায় বাবরের আন্তর্জাতিক সেঞ্চুরির সংখ্যা মাত্র ১৬। তবে বাবরের বয়স ২৫ বছর এবং আরও অনেকদিন খেলবেন। বিরাটকে ছাপিয়ে যাবেন কি না সে জবাব দেবে সময়। তবে বিশ্বক্রিকেটকে আরও অনেক কিছু দেওয়ার আছে দুই তারকারই।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
খুঁটিনাটি
Advertisement