এক্সপ্লোর
‘তুমি একদিন কিংবদন্তী হবে’, এই বার্তা লিখে পৃথ্বীকে ব্যাট উপহার শিখরের
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অস্ট্রেলিয়ার মাটিতে প্রতিভার ঝলক দেখানোর সুযোগ হয়নি পৃথ্বীর। চোটের জন্য ফিরে আসতে হয় তাঁকে। যদিও আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে দুরন্ত কামব্যাক করেন তিনি। শিখর ধবনের সঙ্গে ওপেন করতে নেমে ১৬ ম্যাচে ৩৫৩ রান করেন তিনি।

নয়াদিল্লি: খুব অল্প বয়সেই ব্যাটিং দক্ষতায় বিশেষজ্ঞদের তো বটেই, ক্রিকেটপ্রেমীদেরও নজর কেড়েছেন পৃথ্বী শ। স্কুল পর্যায়ের ক্রিকেট খেলেই প্রচারের আলোয় এসেছিলেন এই তরুণ ব্যাটসম্যান। পরে ২০১৮-তে অনূর্দ্ধ ১৯ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের নেতৃত্ব দিয়েছিলেন তিনি। ভারতের টেস্ট দলেও রাজকীয় অভিষেক হয় তাঁর। দুরন্ত পারফরম্যান্সে অধিনায়ক বিরাট কোহলির ওপেনিং নিয়ে ভাবনাচিন্তা অনেকটাই দূর করেছিলেন তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অস্ট্রেলিয়ার মাটিতে প্রতিভার ঝলক দেখানোর সুযোগ হয়নি পৃথ্বীর। চোটের জন্য ফিরে আসতে হয় তাঁকে। যদিও আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে দুরন্ত কামব্যাক করেন তিনি। শিখর ধবনের সঙ্গে ওপেন করতে নেমে ১৬ ম্যাচে ৩৫৩ রান করেন তিনি। এরমধ্যে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ব্যাট হাতে ৯৯ রানের ঝলমলে ইনিংস খেলেছিলেন তিনি। পৃথ্বীর এই ব্যাটিং দক্ষতায় মুগ্ধ হয়ে দিল্লি ক্যাপিটালসের ওপেনিং পার্টনার শিখর তাঁকে একটা ব্যাট উপহার দিয়েছেন। আর সেই ব্যাটে নিজস্ব বার্তাও দিয়েছেন শিখর। লিখেছেন, ‘পৃথ্বীকে, তুমি একদিন কিংবদন্তী হয়ে উঠবে’।
পৃথ্বীর হাতে শিখরের ওই বার্তা লেখা ব্যাটের ছবি সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে। এবারের আইপিএলটা ভালো গিয়েছে দিল্লি ক্যাপিটালসের। ৭ বছরের ব্যবধানে তারা ফের প্লেঅফে পৌঁছেছিল। কিন্তু চেন্নাই সুপারকিংসের কাছে হেরে ট্রফি জয়ের স্বপ্ন এবারও অধরাই থেকে গিয়েছে দিল্লির।Shikhar Dhawan‘s gift to prithvi shaw " You will be a legend one day "❤️ . #T20Mumbai pic.twitter.com/l1rKr1urul
— Hit wicket (@sukhiaatma69) May 18, 2019
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















