Virat Kohli : "ভারতীয় ক্রিকেটের ইতিহাসে তোমাদের অবদান স্মরণীয় হয়ে থাকবে", কাদের উদ্দেশে বললেন কোহলি ?
Virat Kohli thanks Ravi Shastri and supporting staff : টি২০ বিশ্বকাপে সুপার ১২ স্টে়জ থেকে ভারত ছিটকে যাওয়ার পর হেড কোচ রবি শাস্ত্রী, বোলিং কোচ ভরত অরুণ ও ফিল্ডিং কোচ আর শ্রীধরের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে
দুবাই : একসঙ্গে দীর্ঘ পথ চলা। এসেছে একের পর সাফল্য। সেইসব স্মৃতির জন্য দলের প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রী ও সাপোর্ট স্টাফদের ধন্যবাদ জানালেন বিরাট কোহলি।
টি২০ বিশ্বকাপে সুপার ১২ স্টে়জ থেকে ভারত ছিটকে যাওয়ার পর হেড কোচ রবি শাস্ত্রী, বোলিং কোচ ভরত অরুণ ও ফিল্ডিং কোচ আর শ্রীধরের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। সংযুক্ত আরব আমিরশাহী থেকে ভারতীয় দল দেশে ফেরার পর শাস্ত্রীর জায়গা নিচ্ছেন রাহুল দ্রাবিড়। দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ শুরু হচ্ছে। তিনটি টি২০ ম্যাচ ও দুটি টেস্ট রয়েছে। ১৭ নভেম্বর থেকে শুরু হচ্ছে সিরিজ।
বিরাট কোহলি ট্যুইটারে লেখেন, একটা দল হিসেবে তোমাদের সঙ্গে যে চমৎকার জার্নি হয়েছে, সেইসব স্মৃতির জন্য তোমাদের ধন্যবাদ। তোমাদের প্রচুর অবদান রয়েছে। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সবসময় তা স্মরণ করা হবে। আগামী দিনের জন্য শুভেচ্ছা রইল।
প্রসঙ্গত, শাস্ত্রীর কোচিংয়ে ভারতে ৪৩টি টেস্ট ম্যাচ খেলেছে। তার মধ্যে ভারত জিতেছে ২৫টিতে, পরাজয় ১৩টিতে। ভুললে চলবে না যে, শাস্ত্রী অ্যান্ড কোম্পানি ইংল্যান্ডে ভাল পারফর্ম করে দেখিয়েছে। টিম ইন্ডিয়া ৫ ম্যাচের সিরিজ ২-১-এ এগিয়ে। সিরিজের শেষ ম্যাচ পরের বছর খেলা হবে। এছাড়া শাস্ত্রীর কোচিংয়ে ভারত ৭৬টি একদিনের ম্যাচ এবং ৬৫টি টি২০ খেলেছে। তার মধ্যে মেন ইন ব্লু ৫১টি একদিনের ম্যাচে এবং ৪৩টি টি২০ ম্যাচে জিতেছে। দ্বিপাক্ষিক সিরিজে অধিকাংশ সময়ই ভারত দাপট দেখিয়েছে। কিন্তু, আইসিসি টাইটেলে সেই ধারাবাহিকতা দেখা যায়নি।
প্রসঙ্গত, বিরাট কোহলি সরে যাওয়ার পর ভারতের টি-টোয়েন্টি দলের নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছে রোহিত শর্মাকেই (Rohit Sharma)। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে ভারতীয় দল নিয়ে নামবেন হিটম্যান।
টি-টোয়েন্টি বিশ্বকাপের অনেক আগেই বিরাট কোহলি ঘোষণা করেছিলেন যে, তিনি আর জাতীয় দলকে ক্রিকেটের এই ফর্ম্যাটে নেতৃত্ব দেবেন না। টি-টোয়েন্টি বিশ্বকাপই হবে অধিনায়ক হিসাবে তাঁর শেষ টুর্নামেন্ট। তখন থেকেই জল্পনা চলছিল যে, টি-টোয়েন্টি ক্রিকেটে জাতীয় দলের দায়িত্ব দেওয়া হবে রোহিতকেই।