মোদীকে বিয়ের নিমন্ত্রণ জানাতে সংসদে যুবরাজ সিংহ
নয়াদিল্লি: আর এক সপ্তাহ পরেই বিয়ে। তাই অতিথিদের নিমন্ত্রণ করতে ব্যস্ত ক্রিকেটার যুবরাজ সিংহ।
যেমনটা হল বৃহস্পতিবার। নিজেই হাজির হলেন সংসদ ভবনে। উদ্দেশ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো। এদিন মা শবনমকে নিয়ে যুবি মোদী এবং অন্যান্য শীর্ষ কর্তাদের নিমন্ত্রণ করেন।
আগামী বৃহস্পতিবার চণ্ডীগড়ে এক ছিমছাম অনুষ্ঠানে মডেল-অভিনেত্রী হেজেল কীচকে বিয়ে করছেন যুবি। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবরা। এর মধ্যে রয়েছেন রঞ্জি ও জাতীয় দলের ক্রিকেটাররাও।
পারিবারিক সূত্রে খবর, ৩০ তারিখ প্রথমে ঐতিহ্য মেনে গুরদ্বারাতে বিয়ে হবে। তারপর গোয়াতেও আগামী ২ ডিসেম্বর হিন্দুমতে বিবাহ সম্পন্ন হবে।
এরপর সঙ্গীত ও রিসেপশন আগামী ৫ ও ৭ ডিসেম্বর দিল্লিতে হবে। সঙ্গীত অনুষ্ঠান হবে ছত্তরপুরের একটি ফার্মহাউসে। আর রিসেপশন হবে শহরের একটি পাঁচতারা হোটেলে।
জানা গিয়েছে, রিসেপশনে উপস্থিত থাকতে চলেছেন তাবড় তাবড় ব্যক্তিত্বরা। ক্রীড়ামহল থেকে সিনেমা জগত, শিল্পপতি থেকে নেতা-মন্ত্রী-আমলা—সকলেই উপস্থিত থাকবেন বলে খবর।