LIVE UPDATES: এবার মুক্ত আকাশে বাতাস নিতে পারব, তৃণমূল থেকে সাসপেন্ড হওয়ার পর শুভ্রাংশু
LIVE
Background
দলবিরোধী কথা বলিনি, আত্মসমালোচনা করতে গিয়েছিলাম। এবার আর গদ্দার শব্দ শুনতে হবে না। এবার মুক্ত আকাশে বাতাস নিতে পারব। তৃণমূল থেকে সাসপেন্ড হওয়ার পর প্রতিক্রিয়া মুকুল পুত্র শুভ্রাংশু রায়ের। এবার বিজেপিতে চলে আসবে তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক শুভ্রাংশু রায়। পুরবোর্ডও দখল করবে বিজেপি। দাবি অর্জুন সিংহের।
‘তৃণমূলে থেকে দলবিরোধী মন্তব্য শুভ্রাংশু রায়ের। বহুদিন ধরেই অন্য দলের প্রশংসা করছেন। লক্ষ্য করেছে দল। শুভ্রাংশু রায়কে ৬ বছরের জন্য সাসপেন্ড করল তৃণমূল। শুভ্রাংশুর মন্তব্য বরদাস্ত করে না তৃণমূল। অপেক্ষা করছিলাম, যাতে সবাই দলের শৃঙ্খলা মেনে চলে। ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে। দলের শৃঙ্খলা সবার থেকে আগে, তাই এই কঠিন সিদ্ধান্ত।’ সাংবাদিক সম্মেলনে জানালেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।
‘বাবার কাছে হেরে গিয়েছে ছেলে। বলেছিলাম, বীজপুর লিড দেবে, দিতে পারিনি। ভুলে গিয়েছিলাম, মুকুল রায়ও ভূমিপুত্র। দল কী আমায় বিশ্বাস করে? বাবা একাই তৃণমূলকে তছনছ করে দিল। ভবিষ্যত নিয়ে সিদ্ধান্ত নেব বাবার সঙ্গে কথা বলে।’ সাংবাদিক বৈঠকে মন্তব্য মুকুল-পুত্র শুভ্রাংশুর
আগামীকাল তৃণমূলের জরুরি বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠক ডাকা হয়েছে মুখ্যমন্ত্রীর বাসভবনে। বৈঠকে জয়ী ও পরাজিত সমস্ত প্রার্থীদের ডাকা হয়েছে। বৈঠকে থাকবেন তৃণমূলের জেলা সভাপতিরাও। থাকবে দলের শীর্ষ নেতৃত্ব। বৈঠকে আলোচনা হবে লোকসভা ভোটের ফল নিয়ে।
এবার মোদি ঝড়ে ওলোটপালোট হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গের সমীকরণ। বাংলার ৪২টি আসনের মধ্যে তৃণমূলের প্রাপ্ত আসন ৩৪ থেকে নেমে এসেছে ২২-এ। অন্যদিকে বিজেপির আসন ২ থেকে এক ধাক্কায় ৯ গুণ বেড়ে হয়েছে ১৮। ভোট শতাংশের নিরিখেও তৃণমূলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বিজেপি। পশ্চিমবঙ্গে তৃণমূলের প্রাপ্ত ভোটের হার ৪৩ শতাংশ। আর ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলে বিজেপির প্রাপ্ত ভোটের হার প্রায় ৪০ শতাংশ।
কিছুদিন পরিবারের সঙ্গেই কাটাতে চান, দলের খারাপ ফলের দায় সিপিএমের, জানালেন অনুব্রত
বাংলায় ভোটের ফল পরবর্তী সন্ত্রাস নতুন নয়, প্রশাসনকে চিঠি দিয়ে পরিস্থিতি শান্ত রাখার আবেদন জানিয়েছি, মন্তব্য দিলীপ ঘোষের