Amazon Great Summer Sale 2023- এ কোন কোন প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ফোনের দামে ছাড় রয়েছে? রইল তালিকা
Premium Flagship Phone: ওয়ানপ্লাস ১১আর ৫জি ফেব্রুয়ারি মাসে এই ফোন লঞ্চ হয়েছিল ভারতে। তখন দাম ছিল ৩৯,৯৯৯ টাকা। তবে অ্যামাজনের সেলে এখন এই ফোন পাওয়া যাবে ৩৮,৯৯৯ টাকায়।
Amazon Great Summer Sale: শুরু হয়ে গিয়েছে অ্যামাজনের গ্রেট সামার সেল ২০২৩ (Amazon Great Summer Sale)। চারদিনব্যাপী এই সেলে একাধিক স্মার্টফোনের দামে রয়েছে ব্যাপক ছাড়। আইসিআইসিআই ব্যাঙ্ক এবং কোটাক ব্যাঙ্কের কার্ডে কেনাকাটা করলে বা ইএমআই ট্রানজাকশন করলে ক্রেতারা ১০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন। এছাড়াও থাকছে নো-কস্ট ইএমআইয়ের ব্যবস্থা, কুপনের ভিত্তিতে ক্যাশব্যাক পাওয়ার সুযোগ এবং পুরনো ফোনের বদলে নতুন মডেল কেনার সুবিধা। ৮ মে অ্যামাজনের গ্রেট সামার সেল ২০২৩- এর শেষদিন।
চড়া দামের বিভিন্ন ফোনে রয়েছে দারুণ অফার, ৪০ হাজারের কমে কোন কোন ফোন পাবেন
আইফোন ১৪- অ্যামাজনের সেলে এই ফোনের দাম ধার্য হয়েছে ৩৯,২৯৩ টাকা। এখানে রয়েছে ব্যাঙ্ক অফার এবং এক্সচেঞ্জ অফার। গতবছর সেপ্টেম্বর মাসে আইফোন ১৪ সিরিজ লঞ্চ হয়েছিল। তখন বেস মডেলের দাম ছিল ৭৯,৯০০ টাকা। অ্যাপেলের এই ফোনে রয়েছে অ্যাপেলের এ১৫ বায়োনিক চিপসেট, ৬.১ ইঞ্চির সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে।
ওয়ানপ্লাস ১১আর ৫জি- ফেব্রুয়ারি মাসে এই ফোন লঞ্চ হয়েছিল ভারতে। তখন দাম ছিল ৩৯,৯৯৯ টাকা। তবে অ্যামাজনের সেলে এখন এই ফোন পাওয়া যাবে ৩৮,৯৯৯ টাকায়। এর সঙ্গে রয়েছে আইসিআইসিআই এবং কোটাক ব্যাঙ্কের অফার। এক্সচেঞ্জ অফারে ২৫ হাজার টাকা পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ থাকছে। Amazon Pay ICICI Bank ক্রেডিট কার্ডের সাহায্যে এই ফোন কিনলে ১৯৯৯ টাকা ক্যাশব্যাক পেতে পারেন। এই ফোনে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ ৫জি প্রসেসর। এছাড়াও রয়েছে ৬.৭৪ ইঞ্চির ফুল এইচডি প্লাস কার্ভড AMOLED ডিসপ্লে, ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১০০ ওয়াটের SUPERVOOC S ফ্ল্যাশ ফাস্ট চার্জিং সাপোর্ট।
অ্যামাজনের গ্রেট সামার সেলে ৩০ হাজার টাকার কম দামে কোন কোন ফোন রয়েছে
আইকিউওও নিও ৭ ৫জি- ভিভো সংস্থার সাব-ব্র্যান্ড আইকিউওও কোম্পানির এই ফোন ২৯,৯৯৯ টাকায় লঞ্চ হয়েছিল। তবে অ্যামাজনের সেলে এই ফোন কেনা যাবে ২৭,৯৯৯ টাকায়। এক্ষেত্রে নো-কস্ট ইএমআই অপশন শুরু হবে ৪৮৩৩ টাকা থেকে। এছাড়াও এক্সচেঞ্জ অফারে ২৫ হাজার টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। আইকিউওও নিও ৭ ৫জি ফোনে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৮২০০ প্রসেসর, ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ, ৬৪ মেগাপিক্সেলের মেন সেনসর, ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১২০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট।
স্যামসাং গ্যালাক্সি এম৫৩ ৫জি- গতবছর এপ্রিল মাসে এই ফোন লঞ্চ হয়েছিল। ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল ২৬,৪৯৯ টাকা। ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল ২৮,৪৯৯ টাকা। অ্যামাজনের সেলে এই দুই ভ্যারিয়েন্টই পাওয়া যাবে ছাড়প্রাপ্ত দামে। বেস মডেলের দাম বর্তমানে ২১,৯৯৯ টাকা। আর অন্য ফোনের দাম ২৩,৯৯৯ টাকা। এক্ষেত্রে পুরনো ফোনের পরিবর্তে নতুন মডেল কিনলে ২০,৬৫০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন ইউজাররা। এই ফোনে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর, ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ, ৬.৭ ইঞ্চির Super AMOLED ডিসপ্লে, মিডিয়াটেক ডিমেনসিটি ৯০০ প্রসেসর রয়েছে।
আরও পড়ুন- হেঁটে-দৌড়ে ঝরাতে চান অতিরিক্ত মেদ? তাহলে অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো