iPhone 12: ফ্লিপকার্টের 'অ্যাপেল ডে'জ সেল', আইফোন ১২- র দামে ব্যাপক ছাড়, কত টাকায় কিনতে পারবেন?
iPhone 12: অ্যাপেলের এ১৪ বায়োনিক চিপসেট রয়েছে আইফোন ১২- তে। এর সঙ্গে ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ (বেস মডেল) যুক্ত রয়েছে। তাছাড়াও রয়েছে ২৮১৫ এমএএইচ ব্যাটারি। আইওএস ১৬ সাপোর্ট রয়েছে আইফোন ১২- তে।
iPhone 12: ফ্লিপকার্টে (Flipkart) চলছে অ্যাপেল ডে’জ সেল (Apple Days Sale)। এই সেলে আইফোন ১২ (iPhone 12)- র দামে রয়েছে ব্যাপক ছাড়। আইফোন ১২- র দাম ৫১ হাজার টাকা থেকে ৫৬ হাজার টাকার মধ্যে। তবে এই ফোন ফ্লিপকার্টের অ্যাপেল ডে’জ সেলে আইফোন ১২ পাওয়া যাচ্ছে ৪৭ হাজার টাকায়। এই ফোনে থাকছে দুর্দান্ত এক্সচেঞ্জ অফার। সেক্ষেত্রে আইফোন ১২ কেনা যাবে ৩০ হাজার টাকারও কমে।
দুরন্ত ছাড় আইফোন ১২- তে
বর্তমানে ফ্লিপকার্টের অ্যাপেল ডে’জ সেলে আইফোন ১২ পাওয়া যাচ্ছে ৪৮,৯৯৯ টাকায়। বেস ভ্যারিয়েন্ট অর্থাৎ ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজের মডেলের দাম এটা ধার্য করা হয়েছে। ফেডেরাল ব্যাঙ্কের ক্রেডিট এবং ডেবিট কার্ডের ক্ষেত্রে ১০ শতাংশ অর্থাৎ ১৫০০ টাকা ছাড় পাবেন ক্রেতারা। সেক্ষেত্রে ফোনের দাম হবে ৪৭,৪৯৯ টাকা।
এছাড়াও আইফোন ১২- র বেস মডেলে রয়েছে ১৭,৫০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার। এই অফার যুক্ত হলে আইফোন ১২- র দাম হবে ২৯,৯৯৯ টাকা। এই দামে ৫জি ফোন তাও আবার আইফোন পাওয়া সত্যিই বেশ ভাল অফার। আইফোন ১২- র অন্যান্য ভ্যারিয়েন্টেও রয়েছে ছাড়। এছাড়াও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কেনা যাবে ৪৩ হাজার টাকায়। এখানে ব্যাঙ্ক অফার এবং এক্সচেঞ্জ ডিসকাউন্ট যুক্ত হবে।
আইফোন ১২- র স্পেসিফিকেশন
- এই ফোনে রয়েছে ৬.১ ইঞ্চির একটি Super Retina XDR OLED ডিসপ্লে।
- এছাড়াও রয়েছে ডুয়াল ক্যামেরা সিস্টেম। ফোনের পিছনের অংশে ১২ মেগাপিক্সেল মেন লেন্স রয়েছে। এর সঙ্গে রয়েছে ১২ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ১২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ফ্রন্ট এবং রেয়ার ক্যামেরায় ৪কে ভিডিও রেকর্ডিং সম্ভব।
- অ্যাপেলের এ১৪ বায়োনিক চিপসেট রয়েছে আইফোন ১২- তে। এর সঙ্গে ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ (বেস মডেল) যুক্ত রয়েছে। তাছাড়াও রয়েছে ২৮১৫ এমএএইচ ব্যাটারি। আইওএস ১৬ সাপোর্ট রয়েছে আইফোন ১২- তে।
Poco C50: ভারতে সস্তার ফোন লঞ্চ করতে চলেছে পোকো (Poco) সংস্থা। শোনা যাচ্ছে, নভেম্বর মাসের শেষের দিকে দেশে লঞ্চ হতে পারে পোকো সি৫০ (Poco C50) ফোন। এটি একটি বাজেট স্মার্টফোন (Budget Smartphone) হতে চলেছে। পোকো সি সিরিজের (Poco C Series) এই ফোনের মূল আকর্ষণ হতে চলেছে তার ক্যামেরা ফিচার। স্লিক ডিজাইনের এই ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন এখনও প্রকাশ করেনি পোকো কোম্পানি। শোনা যাচ্ছে, রেডমি এ১ প্লাস ফোনের রিব্র্যান্ডেড ভার্সান হিসেবে লঞ্চ হতে চলেছে পোকো সি৫০ ফোন। তবে দুই ফোনের ক্যামেরা ফিচারে থাকবে পার্থক্য। বাজেট ফোন হবে একথা শোনা গেলেও পোকো সি৫০ ফোনের দাম সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।