(Source: Poll of Polls)
iPhone SE 4: বাতিল হতে পারে আইফোন এসই ৪ ফোনের লঞ্চ, পিছিয়ে যাওয়ার সম্ভাবনাও প্রবল
iPhone: এ যাবৎ অ্যাপেল সংস্থা তাদের বাজেট মডেলের অর্থাৎ আইফোন এসই মডেলের তিনটি জেনারেশন লঞ্চ করেছে। চলতি বছর মার্চ মাসে লঞ্চ হয়েছিল লেটেস্ট মডেল।
iphone SE 4: আগামী বছর অর্থাৎ ২০২৩ সালে আইফোন এসই ৪ (iphone SE 4) লঞ্চ হবে না। সম্ভবত এই ফোনের লঞ্চ পিছিয়ে হতে চলেছে ২০২৪ সালে। অ্যাপেলের (Apple iPhone) এই অ্যাফোর্ডেবল ফোন যে আগামী বছর লঞ্চ হবে না বা পিছিয়ে ২০২৪ সাল হবে, সেকথা জানিয়েছেন অ্যাপেল অ্যানালিস্ট মিং চি কুয়ো। তবে কবে আইফোন এসই ৪ লঞ্চ হবে তা নিশ্চিত ভাবে জানা যায়নি। অনুমান, অ্যাপেলের এই অ্যাফোর্ডেবল ফোন ২০২৪ সালে লঞ্চ হতে পারে। শোনা যাচ্ছে, আইফোন এসই ৪ মডেলে থাকতে পারে ফুলস্ক্রিন ডিসপ্লে। তার উপর থাকতে পারে নচ ডিজাইন। অ্যাফোর্ডেবল রেঞ্জের এই আইফোন দেখতে অনেকটা আইফোন এক্সআর- এর মতো হতে পারে। অনুমান করা হচ্ছে ৫জি সাপোর্টের সঙ্গে এ১৫ বায়োনিক বা এ১৬ বায়োনিক চিপসেট থাকতে পারে আইফোন এসই ৪ মডেলে। এ যাবৎ অ্যাপেল সংস্থা তাদের বাজেট মডেলের অর্থাৎ আইফোন এসই মডেলের তিনটি জেনারেশন লঞ্চ করেছে। চলতি বছর মার্চ মাসে লঞ্চ হয়েছিল লেটেস্ট মডেল।
আইফোন ১৪ সিরিজ: এবছর ৭ সেপ্টেম্বর ভারতে লঞ্চ হয়েছে আইফোন ১৪ সিরিজ (iPhone 14 Series)। অ্যাপেল (Apple iPhone) কর্তৃপক্ষ আইফোন ১৪ (iPhone 14) এবং আইফোন ১৪ প্লাস (iPhone 14 Plus), এই দু'টি মডেল লঞ্চ করেছেন। প্রথমে শোনা গিয়েছিল আইফোন ১৪ সিরিজে 'মিনি' মডেল লঞ্চ হবে না। তবে মাঝে শোনা গিয়েছিল যে আইফোন ১৪ সিরিজেও 'মিনি' মডেল লঞ্চ করবে অ্যাপেল সংস্থা। তবে শেষ পর্যন্ত আইফোন ১৪ সিরিজে কোনও 'মিনি' মডেল লঞ্চ করেনি অ্যাপেল কর্তৃপক্ষ।
iPhone 14 মডেলে একটি OLED ডিসপ্লে, 1200nits পিক ব্রাইটনেস, ডলবি ভিশনের সাপোর্ট রয়েছে। পাঁচটি রঙে পাওয়া যাবে এই ফোন। অন্যদিকে জানা গিয়েছে, iPhone 14 ও iPhone 14 Plus দুটো ফোনই Apple A15 Bionic চিপে চলবে। এতে আগের তুলনায় আরও ভাল ব্যাটারি লাইফ, একটি 'আশ্চর্যজনক নতুন' ক্যামেরা সিস্টেম এবং আরও নতুন অনেক কিছু ফিচার পাওয়া যাবে। আইফোন ১৪-তে রাখা হয়েছে ৬.১ ইঞ্চির ডিসপ্লে। আইফোন ১৪ প্লাসে পাবেন বড় ৬.৭ ইঞ্চির ডিসপ্লে। অ্যাপেল কোম্পানির দাবি, মুভি কনটেন্ট দেখার কথা মাথায় রেখেই বড় স্ক্রিনে নতুন আইফোন লঞ্চ করা হয়েছে। iPhone 14 ও iPhone 14 Plus দুটো ফোনেই থাকছে ১২ মেগাপিক্সেলের মেন ক্যামেরা সেনসর। এছাড়াও লঞ্চ হয়েছে আইফোন ১৪ প্রো এবং আইফোন ১৪ প্রো ম্যাক্স মডেল।