Whatsapp Features: বছরশেষে ফিরে দেখা হোয়াটসঅ্যাপের সেরা ৫ ফিচার
Whatsapp: আপনি হোয়াটসঅ্যাপে অনলাইন থাকবেন। অথচ কেউ টের পাবেন না। হাইড অনলাইন স্টেটাস- এই নতুন ফিচার চালু করেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।
Whatsapp Features: ২০২২ সালে লঞ্চ হয়েছে একগুচ্ছ হোয়াটসঅ্যাপ ফিচার (Whatsapp Features)। বছরশেষে এইসব হোয়াটসঅ্যাপ ফিচারের দিকে নজর থাকুক, কারণ হোয়াটসঅ্যাপের এই ফিচারগুলি ইউজারদের জন্য চালু করেছে একাধিক সুবিধা।
একনজরে দেখে নিন চলতি বছরে চালু হওয়া হোয়াটসঅ্যাপের সেরা কিছু ফিচার
অনলাইন স্টেটাস লুকিয়ে রাখা- আপনি হোয়াটসঅ্যাপে অনলাইন থাকবেন। অথচ কেউ টের পাবেন না। হাইড অনলাইন স্টেটাস- এই নতুন ফিচার চালু করেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। ইউজারের কনট্যাক্ট লিস্টে থাকা ব্যক্তিদের কেউই ওই ইউজারের অনলাইন স্টেটাস দেখতে পাবেন না।
মেসেজ রিঅ্যাকশন- হোয়াটসঅ্যাপে কোনও মেসেজ এলে এখন সেখানে ইমোজি দিয়ে রিঅ্যাকশন দেওয়ার সুযোগ পান ইউজাররা। প্রাথমিক ভাবে এক্ষেত্রে ইমোজির সংখ্যা সীমিত ছিল। তবে এখন হোয়াটসঅ্যাপের মেসেজে রিঅ্যাকশন দেওয়ার ইমোজি সংখ্যা বেড়েছে।
নিজেকে মেসেজ করার সুবিধা- হোয়াটসঅ্যাপে এখন একজন ইউজার নিজেকে মেসেজ করার সুযোগ পাবেন। অনেকসময়েই খুঁটিনাটি তথ্য কোথাও সেভ করে রাখার দরকার পরে। এক্ষেত্রে ইউজারের নিজেকে মেসেজ করার অপশন খুবই গুরুত্বপূর্ণ। এমনকি নিজের কাজের পরিকল্পনাও নিজেকে মেসেজ করে রাখতে পারবেন একজন ইউজার।
হোয়াটসঅ্যাপ অবতার- ফেসবুক মেসেঞ্জার এবং ইনস্টাগ্রামের মতো এখন হোয়াটসঅ্যাপেও ইউজাররা অবতার তৈরি করে তা অন্যান্যদের পাঠাতে পারবেন। হোয়াটসঅ্যাপে এই অবতার তৈরি করে সেটা প্রোফাইল পিকচার হিসেবে ব্যবহার করতে পারবেন ইউজাররা। এতদিন স্টিকার এবং জিফ ফাইল পাঠানোর সুযোগ ছিল। এখন সেই তালিকায় রয়েছে অবতারও।
হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে নিঃশব্দে বেরিয়ে যাওয়া- হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে ইউজাররা বেরিয়ে গেলে এখন অ্যাডমিন ছাড়া আর কেউ টের পাবেন না। অর্থাৎ গ্রুপের অন্য কোনও সদস্য হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বেরিয়ে যাওয়া সদস্যের ব্যাপারে কিছু জানতে পারবেন না।
Whatsapp Account Banned: নভেম্বর মাসে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ ভারতে ৩৭.১৬ লক্ষ অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে। পরিসংখ্যান অনুসারে, গত মাসের তুলনায় ব্যান অ্যাকাউন্টের সংখ্যা ৬০ শতাংশ বেড়েছে। জানা গিয়েছে, নভেম্বর মাসে হোয়াটসঅ্যাপের তরফে যেসমস্ত অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে তার মধ্যে ৯.৯ লক্ষ অ্যাকাউন্টের ক্ষেত্রে ইউজারদের অভিযোগ আসার আগেই তা ব্যান করা হয়েছে। এর আগে অক্টোবর মাসে ভারতে ২৩.২৪ লক্ষ অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছিল হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। এর মধ্যে ৮.১১ লক্ষ অ্যাকাউন্টের বিরুদ্ধে অভিযোগ আসার আগেই তা ব্যান করা হয়েছিল। হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ তাদের নভেম্বর মাসের রিপোর্টে জানিয়েছে, ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বরের মধ্যে ৩৭,১৬,০০০ অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে। এর মধ্যে ৯,৯০,০০০ অ্যাকাউন্টের বিরুদ্ধে কোনও অভিযোগ আসার আগেই সক্রিয় ভাবে তা নিষিদ্ধ করা হয়েছে।
আরও পড়ুন- ১০০ শতাংশ চার্জ হবে মাত্র ১২ মিনিটে! ভারতে হাজির নতুন ৫জি ফোন