Honor Smartphone: ২০০ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা, ৫০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, এক ফোনেই এত সুবিধা !
Honor Magic 7 Pro 5G: এই ফোন ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস হতে পারে। অর্থাৎ হনর ম্যাজিক ৭ প্রো ৫জি ফোন সহজে ধুলো এবং জলে নষ্ট হবে না।
Honor Smartphone: ভারতে লঞ্চ হতে চলেছে নতুন একটি স্মার্টফোন (Smartphone) যেখানে থাকতে পারে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা (200 MP Camera) সেনসর। হনর ম্যাজিক ৬ প্রো ৫জি (Honor Magic 6 Pro 5G) ইতিমধ্যেই লঞ্চ হয়েছে ভারতে। শোনা যাচ্ছে, এবার আসতে চলেছে এর সাকসেসর মডেল হনর ম্যাজিক ৭ প্রো ৫জি ফোন (Honor Magic 7 Pro 5G)। তবে কবে এই ফোন লঞ্চ হবে তা নির্দিষ্ট ভাবে কিছু জানা যায়নি। হনর কর্তৃপক্ষও আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করেনি। তবে সূত্রের খবর, হনর ম্যাজিক ৭ প্রো ৫জি ফোনে একটি ২০০ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা সেনসর থাকতে পারে। এছাড়াও এই ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ৪ চিপসেট থাকার সম্ভাবনা রয়েছে।
হনর ম্যাজিক ৭ প্রো ৫জি ফোনের সম্ভাব্য ক্যামেরা ফিচার এবং স্পেসিফিকেশন
এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট থাকতে পারে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে সেকেন্ডারি সেনসর হিসেবে ৫০ মেগাপিক্সেলেরই আর একটি থাকার কথা শোনা গিয়েছে। এই সেকেন্ডারি সেনসরে আবার আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যুক্ত থাকতে পারে। আর তৃতীয় ক্যামেরা সেনসরটি হয় ৫৯ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো শুটার হিবে কিংবা ২০০ মেগাপিক্সেলের একটি সেনসর হবে। নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি এখনও। এছাড়াও ফ্রন্ট ক্যামেরা হিসেবেও ৫০ মেগাপিক্সেলের সেনসর থাকার সম্ভাবনা রয়েছে এবং তার সঙ্গে থাকতে পারে একটি থ্রিডি ডেপথ সেনসর।
হনর ম্যাজিক ৭ প্রো ৫জি ফোনে আর কী কী ফিচার থাকতে পারে, একনজরে দেখে নিন (সম্ভাব্য)
- ৬.৮২ ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে এই ফোনে। এটি একটি 2K ডুয়াল লেয়ার OLED স্ক্রিন হতে পারে যেখানে কোয়াড কার্ভড এজ লক্ষ্য করা যেতে পারে এবং রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ।
- হনর সংস্থার আসন্ন ফোনে ৫৮০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে ১০০ ওয়াটের ওয়্যারড এবং ৬৬ ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে।
- ইউজারদের নিরাপত্তার জন্য এই ফোনে আলট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট সেনসর এবং ২ডি ফেস রেকগনিশন ফিচারের সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে।
- এই ফোন ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস হতে পারে। অর্থাৎ হনর ম্যাজিক ৭ প্রো ৫জি ফোন সহজে ধুলো এবং জলে নষ্ট হবে না।
আরও পড়ুন- ভারতে আসছে ভিভো 'টি' সিরিজের আরও একটি নতুন ফোন, এবার কোন মডেল?