Infinix Smartphone: ১০৮ মেগাপিক্সেলের ক্যামেরা, উন্নত মানের অডিও কোয়ালিটি নিয়ে ভারতে আসছে ইনফিনিক্স নোট ৩০ ৫জি ফোন
Infinix Note 30 5G: এই ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। শূন্য থেকে ৭৫ শতাংশ চার্জ হবে মাত্র ৩০ মিনিটে।
![Infinix Smartphone: ১০৮ মেগাপিক্সেলের ক্যামেরা, উন্নত মানের অডিও কোয়ালিটি নিয়ে ভারতে আসছে ইনফিনিক্স নোট ৩০ ৫জি ফোন Infinix Note 30 5G With JBL Stereo Speakers 108 Megapixel Camera to Debut in India in June know other details Infinix Smartphone: ১০৮ মেগাপিক্সেলের ক্যামেরা, উন্নত মানের অডিও কোয়ালিটি নিয়ে ভারতে আসছে ইনফিনিক্স নোট ৩০ ৫জি ফোন](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/03/06f502eef29731b3d129e3e78c1394e11685784239315485_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Infinix Smartphone: ইনফিনিক্স নোট ৩০ ৫জি (Infinix Note 30 5G) ফোন ভারতে লঞ্চ হতে পারে জুন মাসের মাঝামাঝি সময়ে। এখনও নির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা করেনি ইনফিনিক্স (Infinix Smartphone) সংস্থা। গতমাসে অর্থাৎ মে মাসে গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছে এই ফোন। শোনা যাচ্ছে, ইনফিনিক্স নোট ৩০ ৫জি ফোনের ভারতীয় ভ্যারিয়েন্টে থাকতে চলেছে জেবিএল সংস্থার স্টিরিও স্পিকার। এছাড়াও এই ফোনে থাকতে চলেছে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর। এখনও এই ফোনের দাম এবং স্টোরেজ ভ্যারিয়েন্ট সংস্থার তরফে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়নি।
ইনফিনিক্স নোট ৩০ ৫জি ফোনের সম্ভাব্য ফিচার ও স্পেসিফিকেশন
- এই ফোনে ৬.৭৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস IPS LTPS LCD ডিসপ্লে থাকতে পারে। এছাড়াও ফোন পরিচালিত হতে পারে অ্যান্ড্রয়েড ১৩ আউট অফ দ্য বক্সের সাহায্যে। এই ফোনে ডুয়াল ন্যানো সিম থাকার সম্ভাবনা রয়েছে।
- ইনফিনিক্সের আসন্ন ফোনে একটি অক্টা-কোর মিডিয়াটেক ডিমেনসিটি ৬০৮০ প্রসেসর থকতে পারে। ৬ জিবি ও ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি ও ২৫৬ জিবি ইনবিল্ট স্টোরেজ নিয়ে ইনফিনিক্স নোট ৩০ ৫জি ফোন লঞ্চ হতে পারে।
- এই ফোনের র্যামের পরিমাণ ৮ জিবি এবং স্টোরেজ মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ২ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব হতে পারে।
- ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে ইনফিনিক্স নোট ৩০ ৫জি ফোনে। সেখানে ১০৮ মেগাপিক্সেলের মেন সেনসরের সঙ্গে ৮ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর এবং আর একটি AI সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। ফোনের ব্যাক প্যানেলে বাঁদিকে উপরের কোণে আয়তাকার ক্যামেরা মডিউল থাকতে পারে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকার সম্ভাবনা রয়েছে।
- এই ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। শূন্য থেকে ৭৫ শতাংশ চার্জ হবে মাত্র ৩০ মিনিটে। এই ফোন একটি ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস।
Tech News: আর কিছুদিনের অপেক্ষা, শীঘ্রই বিশ্বব্যাপী লঞ্চ হতে চলেছে Nothing Phone 2 । তবে বাজারে আসার আগেই প্রকাশ্যে চলে এল
ফোনের অনেক বৈশিষ্ট্য। শোনা যাচ্ছে, এবার নাথিং ফোন ২-তে একটি লাল আলো থাকবে যা নোটিফিকেশনের সঙ্গে যুক্ত হতে পারে। Nothing Phone 1 এর তুলনায় Phone 2-তে 0.15 ইঞ্চির একটি বড় স্ক্রিন পাওয়া যাবে। অর্থাৎ ফোন 2-তে 6.7 ইঞ্চি OLED স্ক্রিন পাওয়া যাবে যা 120hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে। স্মার্টফোনটিতে একটি 4700 mAh ব্যাটারি থাকবে যা আগের থেকে আরও ভালো ব্যাটারি ব্যাকআপ দেবে। নাথিং ফোন ২-তে Snapdragon 8+ Gen 1 চিপসেট সাপোর্ট করবে না। এই তথ্য নিশ্চিত করেছেন কোম্পানির সিইও।
আরও পড়ুন- সাইকেলকে বাংলায় কী বলে জানেন? অধিকাংশ মানুষই এর উত্তর দিতে পারেন না
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)