Infinix New Launch: চলতি মাসেই ভারতে তিনটি প্রোডাক্ট লঞ্চের পরিকল্পনা ইনফিনিক্সের, কী কী লঞ্চের সম্ভাবনা? রইল তালিকা
Infinix: নতুন বছরের প্রথম মাসেই ভারতে তিনটি প্রোডাক্ট লঞ্চের পরিকল্পনা রয়েছে ইনফিনিক্স সংস্থার। কী কী লঞ্চের সম্ভাবনা রয়েছে একনজরে দেখে নিন।
Infinix New Launch: নতুন বছরের প্রথম মাসেই ভারতে একগুচ্ছ প্রোডাক্ট লঞ্চের পরিকল্পনা রয়েছে ইনফিনিক্স (Infinix) সংস্থার। জানা গিয়েছে, ইনফিনিক্স জিরো ৫জি (২০২৩) (Infinix Zero 5G 2023), ইনফিনিক্স নোট ১২আই (Infinix Note 12i) এবং ইনফিনিক্স জিরোবুক আলট্রা (Infinix ZeroBook Ultra) ভারতে লঞ্চ হতে চলেছে। চলতি মাস অর্থাৎ জানুয়ারি মাস শেষ হওয়ার আগেই এই তিনটি প্রোডাক্ট ভারতে লঞ্চ করবে ইনফিনিক্স সংস্থা, এমনটাই জানা গিয়েছে। উল্লেখ্য, গতবছর ডিসেম্বর মাসে গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছিল ইনফিনিক্স জিরো ৫জি ফোন। এই ফোনে ছিল একটি ডিমেনসিটি ১০৮০ প্রসেসর। চলতি মাসে এই ফোন ভারতে লঞ্চ হওয়ার কথা রয়েছে। ইনফিনিক্স নোট ১২আই ফোনে থাকতে পারে ৬.৭ ইঞ্চির একটি ফুল এইচডি ডিসপ্লে এবং ৫০০০ এমএএইচ ব্যাটারি। এর পাশাপাশি ইনফিনিক্স জিরোবুক আলট্রা- র ক্ষেত্রে একটি 12th Gen Intel Core i9 প্রসেসর থাকার সম্ভাবনা রয়েছে।
ইনফিনিক্স জিরোবুক আলট্রা
এই ল্যাপটপে ১৫.৬ ইঞ্চির IPS LED ব্যাকলিট ডিসপ্লে থাকার সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে ১৬ জিবি এবং ৩২ জিবি র্যাম ও ৫১২ জিবি এবং ১টিবি স্টোরেজ থাকতে পারে।
ইনফিনিক্স জিরো ৫জি ২০২৩
- এই ফোনে ৬.৭৮ ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস IPS LTPS ডিসপ্লে থাকতে পারে যার রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ।
- এছাড়াও এই ফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ১০৮০ প্রসেসর থাকার সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে ৮ জিবি র্যাম যুক্ত থাকতে পারে যা আরও ৫ জিবি পর্যন্ত বাড়ানো যেতে পারে।
- ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে এই ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে দুটো ২ মেগাপিক্সেলের সেনসর থাকতে পারে।
- ফোনের ডিসপ্লের উপর ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকতে পারে।
ইনফিনিক্স নোট ১২আই
- এই ফোনে একটি মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর থাকতে পারে। তার সঙ্গে যুক্ত হতে পারে ৬ জিবি র্যাম।
- এই ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে।
- এছাড়াও এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ এবং ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকার সম্ভাবনা রয়েছে।
OnePlus Nord 3: ভারতে লঞ্চ হতে পারে ওয়ানপ্লাস নর্ড সিরিজের নতুন ফোন। এর আগে ভারতে লঞ্চ হয়েছিল ওয়ানপ্লাস নর্ড ২টি ৫জি ফোন। তারই সাকসেসর মডেল হিসেবে ভারতে লঞ্চ হতে পারে ওয়ানপ্লাস নর্ড ৩ ফোন। সম্ভবত জুন মাসে এই ফোন ভারতে লঞ্চ হতে পারে।