iPhone 15 Pro Offers: ফ্লিপকার্টে আইফোন ১৫ প্রো- র দামে ব্যাপক ছাড়, কতটা কমে কিনতে পারবেন?
iPhone 15 Pro Price Drop: ভারতে আইফোন ১৫ প্রো লঞ্চের সময় দাম ছিল ১,৩৪,৯০০ টাকা। সেই ফোন এখন ফ্লিপকার্ট থেকে কেনা যাবে ১,২৭,৯০০ টাকায়। ১২৮ জিবি ভ্যারিয়েন্টের ক্ষেত্রে এই দাম ধার্য হয়েছে।
iPhone 15 Pro Offers: ভারতে দাম কমেছে আইফোন ১৫ প্রো (iPhone 15 Pro) মডেলের। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট (Flipkart) থেকে আইফোন ১৫ প্রো কিনতে গেলে ক্রেতারা পাবেন আকর্ষণীয় ছাড়। অ্যাপেল তাদের আইফোন ১৫ সিরিজ (iPhone 15 Series) লঞ্চ করেছে গতবছর অর্থাৎ ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে। চলতি বছর অর্থাৎ ২০২৪ সালে আইফোন ১৬ সিরিজও (iPhone 16 Series) সেপ্টেম্বর মাসেই লঞ্চ হবে বলে অনুমান করা হচ্ছে। এবার দেখে নেওয়া যাক ফ্লিপকার্ট (iPhone 15 Pro Flipkart Offers) থেকে ক্রেতারা কতটা কম দামে আইফোন ১৫ প্রো মডেল কিনতে পারবেন। জানা গিয়েছে, ফ্লিপকার্টে আইফোন ১৫ প্রো- র দামে ফ্ল্যাট ৭০০০ টাকা ছাড় (Flat Discount) রয়েছে। এছাড়াও রয়েছে অতিরিক্ত ৩০০০ টাকা ছাড় যা পাওয়া যাবে ব্যাঙ্ক কার্ডের (Bank Card Offers) ভিত্তিতে। হিসেব অনুসারে দেখা গিয়েছে, আইফোন ১৫ প্রো (Apple iPhone 15 Pro Offers in Flipkart) মডেলের দাম মোট ৯৯০১ টাকা ছাড় পাবেন ক্রেতারা। এবার বিশদে দেখে নেওয়া যাক ফ্লিপকার্টের অফারগুলি।
ফ্লিপকার্টে দাম কমেছে আইফোন ১৫ প্রো মডেলের, কতটা ছাড় পেতে চলেছেন ক্রেতারা, দেখে নিন বিস্তারিত
ভারতে আইফোন ১৫ প্রো লঞ্চের সময় দাম ছিল ১,৩৪,৯০০ টাকা। সেই ফোন এখন ফ্লিপকার্ট থেকে কেনা যাবে ১,২৭,৯০০ টাকায়। ১২৮ জিবি ভ্যারিয়েন্টের ক্ষেত্রে এই দাম ধার্য হয়েছে। ৭০০০ টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট ছাড়া যে অতিরিক্ত ৩০০০ টাকা ছাড় পাওয়া যাবে সেটা ক্রেতারা পাবেন এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ড এবং ইএমআই ট্রানজাকশনের ক্ষেত্রে। এর ফলে আইফোন ১৫ প্রো মডেলের দাম আরও কমে হবে ১,২৪,৯০০ টাকা। ফ্লিপকার্টে এখন চলছে একটি Month End Mobiles Fest, এই সেল চলবে ৩১ মার্চ পর্যন্ত। আইফোন ১৫ প্রো মডেলের ক্ষেত্রে ফ্লিপকার্টের অফার কতদিন পর্যন্ত উপলব্ধ রয়েছে তা স্পষ্ট ভাবে জানা যায়নি। তবে অনুমান ৩১ মার্চ পর্যন্ত হয়তো এই অফার বজায় থাকবে। তারপর হয়তো আর নাও পাওয়া যেতে পারে এই বিপুল পরিমাণ ছাড়।
অ্যাপেলের আইফোন ১৫ সিরিজ ভারতে লঞ্চ হয়েছিল চারটি মডেল নিয়ে
২০২৩ সালের সেপ্টেম্বর মাসে অ্যাপেল কর্তৃপক্ষ ভারতে আইফোন ১৫ সিরিজ লঞ্চ করেছিল। এই স্মার্টফোন সিরিজে রয়েছে মোট চারটি মডেল। সেগুলি হল- আইফোন ১৫, আইফোন ১৫ প্রো, আইফোন ১৫ প্লাস, আইফোন ১৫ প্রো ম্যাক্স।
আরও পড়ুন- ভারতে আসছে স্যামসাং গ্যালাক্সি এম৫৫ এবং গ্যালাক্সি এম১৫, লঞ্চের আগে ফাঁস সম্ভাব্য দাম