![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
iQoo Neo 7 5G: ভারতে ফের নতুন ৫জি ফোন আনতে চলেছে আইকিউওও সংস্থা, থাকতে পারে ৫০০০ এমএএইচ ব্যাটারি
iQoo Smartphones: ভারতে আইকিউওও নিও ৭ এসই ফোনের রিব্র্যান্ডেড ভার্সান হিসেবে আইকিউওও নিও ৭ ৫জি ফোন লঞ্চ হতে চলেছে খুব তাড়াতাড়ি।
![iQoo Neo 7 5G: ভারতে ফের নতুন ৫জি ফোন আনতে চলেছে আইকিউওও সংস্থা, থাকতে পারে ৫০০০ এমএএইচ ব্যাটারি iQoo Neo 7 5G Spotted on BIS Website, May Launch as Rebranded iQoo Neo 7 SE know in details iQoo Neo 7 5G: ভারতে ফের নতুন ৫জি ফোন আনতে চলেছে আইকিউওও সংস্থা, থাকতে পারে ৫০০০ এমএএইচ ব্যাটারি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/13/5f7fcc408e5996c997757a09d030a9421670926777816485_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
iQoo Neo 7 5G: আইকিউওও নিও ৭ ৫জি (iQoo Neo 7 5G) খুব তাড়াতাড়ি ভারতে লঞ্চ হতে চলেছে। সম্প্রতি এই ফোনের নাম Bureau of Indian Standards (BIS) ওয়েবসাইটে দেখা গিয়েছে। যদিও ভিভো সংস্থা এই ফোনের লঞ্চ প্রসঙ্গে আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করেনি। তবে ভিভোর (Vivo) সাব-ব্র্যান্ড আইকিউওও নিও ৭ ৫জি ফোন ভারতে লঞ্চ হবে খুব তাড়াতাড়ি, এমনটাই বলা হচ্ছে। এই ফোনে থাকতে পারে একটি ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে। এছাড়াও এই ফোনে থাকতে পারে একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে একটি ৬৪ মেগাপিক্সেলের সেনসর। এই ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকারও সম্ভাবনা রয়েছে। এছাড়াও থাকতে পারে ১২০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। আইকিউওও নিও ৭ এসই ফোনে থাকতে পারে মিডিয়াটেক ডিমেনসিটি ৮২০০ প্রসেসর। সূত্রের খবর, এই ফোন আগামী ১২ ডিসেম্বর লঞ্চ হতে পারে। তবে এই প্রসঙ্গে আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করা হয়নি। আইকিউওও নিও ৭ এসই ফোনে অ্যান্ড্রয়েড ১৩- র সাপোর্ট থাকতে পারে। Origin OS 3 দ্বারা পরিচালিত হতে পারে এই ফোন। এখানে ৬.৭৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে থাকার সম্ভাবনা রয়েছে। ১৬ জিবি পর্যন্ত র্যাম থাকতে পারে এই ফোন। এছাড়াও এই ফোনে ৬৪ মেগাপিক্সেলের মেন ক্যামেরা সেনসরের সঙ্গে দুটো ২ মেগাপিক্সেলের ক্যামেরা সেনসর থাকতে পারে। এছাড়াও এই ফোনের ডিসপ্লের উপর থাকতে পারে ১৬ মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা সেনসর।
Infinix Smartphones: ইনফিনিক্স জিরো আলট্রা ৫জি (Infinix Zero Ultra 5G) ফোন ভারতে লঞ্চ হতে চলেছে আগামী ২০ ডিসেম্বর। এর সঙ্গেই লঞ্চ হতে চলেছে ইনফিনিক্স জিরো ২০ ফোন। ইতিমধ্যেই এই দুই ফোন গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছে। এবার আসছে ভারতে। ফ্লিপকার্টের ওয়েবসাইটে ইনফিনিক্স জিরো আলট্রা ৫জি ফোনের নাম দেখা গিয়েছে। এই ফোনে থাকতে চলেছে একটি কার্ভড AMOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এছাড়াও এই ফোনে ১৮০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। প্রসঙ্গত উল্লেখ্য, ইনফিনিক্স জিরো আলট্রা ফোনের গ্লোবাল ভ্যারিয়েন্টেও এই চার্জিং ফিচার ছিল।
Redmi Note 12 Pro Plus: রেডমি নোট ১২ প্রো প্লাস (Redmi Note 12 Pro Plus) ফোন ভারতে লঞ্চ হবে আগামী ৫ জানুয়ারি। সম্প্রতি এই ফোন লঞ্চের দিন ঘোষণা করেছে চিনের সংস্থা শাওমি (Xiaomi)। এই ফোনের মূল আকর্ষণ হতে চলেছে ২০০ মেগাপিক্সেলের (200 MP Camera) মেন ক্যামেরা সেনসর। এছাড়াও শোনা গিয়েছে, এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে।
আরও পড়ুন- ভারতে আইফোন ইউজারদের ট্যুইটার ব্লু সাবস্ক্রিপশন পাওয়ার জন্য কত টাকা দিতে হবে?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)