Fact Check: পাকিস্তানে আটক ভারতীয় বায়ুসেনার এক মহিলা পাইলট ! ফের ভুয়ো তথ্য ছড়াচ্ছে পাকিস্তান, চিহ্নিত করল প্রেস ইনফরমেশন ব্যুরো
PIB Fact Check: প্রেস ইনফরমেশন ব্যুরো একটি পোস্টে জানিয়েছে, 'পাকিস্তানপন্থী সমাজমাধ্যমে দাবি করা হচ্ছে ভারতীয় মহিলা বিমান বাহিনীর পাইলট স্কোয়াড্রন লিডার শিবানী সিং পাকিস্তানে আটক হয়েছেন।

নয়াদিল্লি: সম্প্রতি আবারও একটি ভুয়ো তথ্য ছড়িয়েছে সমাজমাধ্যমে। এই পোস্টে দাবি করা হচ্ছে যে পাকিস্তানে আটক হয়েছেন ভারতীয় বায়ুসেনার মহিলা পাইলট স্কোয়াড্রন লিডার শিবানী সিং। কিন্তু প্রেস ইনফরমেশন ব্যুরোর ফ্যাক্ট চেক (Fact Check) বিভাগ এই দাবি সম্পূর্ণ নস্যাৎ করে এটিকে ভুয়ো এবং মিথ্যে বলে চিহ্নিত করেছে। প্রেস ইনফরমেশন ব্যুরোর ফ্যাক্ট চেক স্পষ্ট জানিয়েছে যে কোনও ভারতীয় বায়ুসেনার (Indian Air Force) মহিলা পাইলট আটক হননি।
প্রেস ইনফরমেশন ব্যুরোর ফ্যাক্ট চেকের পক্ষ থেকে এক্স হ্যান্ডলে একটি পোস্টে জানানো হয়েছে, 'পাকিস্তানপন্থী সমাজমাধ্যমে দাবি করা হচ্ছে যে ভারতীয় মহিলা বিমান বাহিনীর পাইলট স্কোয়াড্রন লিডার শিবানী সিং পাকিস্তানে আটক হয়েছেন। পিআইবি ফ্যাক্ট চেক এই দাবিটিকে সম্পূর্ণ ভুয়ো বলে চিহ্নিত করেছে।'
শনিবার ১০ মে পাকিস্তানি সমাজমাধ্যম অ্যাকাউন্ট থেকে এই খবর ছড়ানো হয় যে ভারতীয় বায়ুসেনার এক মহিলা পাইলট স্কোয়াড্রন লিডার পাকিস্তানিদের হাতে আটক হয়েছেন। ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওতে জঙ্গি হামলায় ২৬ জন পর্যটকের নৃশংস হত্যাকাণ্ডের পরে ভারত এর প্রতিশোধ নেয় অপারেশন সিঁদুরের মধ্য দিয়ে। আর তারপর থেকেই ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা তীব্র আকার নিয়েছে। পাল্টা আঘাত, প্রত্যাঘাত চলছে প্রতিনিয়ত আর এই আবহে একের পর এক ভুয়ো তথ্য ছড়িয়ে চলেছে পাকিস্তান। ভারতীয়দের মধ্যে আতঙ্ক ছড়ানো এবং ভারতীয় সেনাবাহিনীর মনোবল ভেঙে দেওয়ার লক্ষ্যে এই কাজ করা হচ্ছে বলেই জানিয়েছে প্রেস ইনফরমেশন ব্যুরো।
এর আগে শুক্রবার ৯ মে-তেও প্রেস ইনফরমেশন ব্যুরোর পক্ষ থেকে জানানো হয়েছিল যে ৭টি ভুয়ো ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে যা প্রতিটিই সম্পূর্ণ মিথ্যে। এই ভুয়ো ভিডিয়ো, ভুয়ো তথ্যের শিকার হওয়া থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছে পিআইবি। মিডিয়া চ্যানেলগুলি কোনও কিছু যাচাই না করে যাতে কোনও তথ্য প্রচার না করে সেই ব্যাপারে নির্দেশিকা জারি করা হয়েছে। আর পিআইবির পক্ষ থেকে বিস্তারিতভাবে প্রতিটি ভুয়ো তথ্য তুলে ধরা হচ্ছে নিয়মিতভাবে।
ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টার ধ্বংস করেছে পাকিস্তান, এই মর্মেও ছড়িয়েছিল ভুয়ো খবর। আবার একইভাবে ভুয়ো চিঠি, ভিয়ো ছবি দিয়ে পোস্টও চিহ্নিত করেছে পিআইবি। আজ সকালেই ভারতের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে যে পঞ্জাবের ফিরোজপুর, পাঠানকোট, ফাজিলকা, অমৃতসরে ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। বিস্ফোরণের খবর পাওয়া মাত্র পঞ্জাবের বেশ কিছু এলাকায় ব্ল্যাক আউট করে দেওয়া হয়েছিল বলেই জানা গিয়েছে পিটিআই সংবাদমাধ্যমের তরফে।























