Moto G72: মোটো জি৭২ ফোনের বিক্রি শুরু ভারতে, দেখে নিন দাম এবং বিভিন্ন অফার
Motorola Smartphone: ফ্লিপকার্ট থেকে এখন মোটো জি৭২ ফোন কেনা যাবে। এই ফোন ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনে লঞ্চ হয়েছে ভারতে।
Motorola G72: মোটো জি৭২ (Moto G72) ফোন গত সপ্তাহে লঞ্চ হয়েছে ভারতে। এবার সেই ফোনের বিক্রি শুরু হয়েছে দেশে। মোটোরোলা ‘জি’ সিরিজের (Motorola G Series) এই ফোনে রয়েছে ডুয়াল সিম (ন্যানো)। এছাড়াও এই ৪জি (4G) ফোনে ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই এবং ব্লুটুথ ভি ৫.১ কানেক্টিভিটি অপশন রয়েছে। মোটো জি৭২ ফোনে রয়েছে একটি ৬.৬ ইঞ্চির ফুল এইচডি প্লাস pOLED ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এছাড়াও এই ফোনে রয়েছে একটি মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসর। মোটো জি৭২ ফোনে রয়েছে একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে রয়েছে ১০৮ মেগাপিক্সেলের মেন সেনসর।
ভারতে মোটো জি৭২ ফোনের দাম এবং বিভিন্ন অফার
ফ্লিপকার্ট থেকে এখন মোটো জি৭২ ফোন কেনা যাবে। এই ফোনের ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ১৮,৯৯৯ টাকা। এক্সক্লুসিভ লঞ্চ অফারে এই ফোন পাওয়া যাবে উল্লিখিত দামে। Meteorite Grey এবং Polar Blue- এই দুই রঙে লঞ্চ হয়েছে মোটো জি৭২ ফোন। এর পাশাপাশি এই ফোন ১৪,৭৪৯ টাকাতেও কিনতে পারবেন ক্রেতারা। তবে সীমিত সময়ের জন্য এই অফার রয়েছে। এক্ষেত্রে এক্সচেঞ্জ অফার রয়েছে ৩০০০ টাকার এবং নির্দিষ্ট ব্যাঙ্কের ক্ষেত্রে রয়েছে ১২৫০ টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট।
মোটো জি৭২ ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন
ক্যামেরা ফিচার- ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে মোটো জি৭২ ফোনে। সেখানে রয়েছে ১০৮ মেগাপিক্সেলের ক্যামেরা সেনসর। তার সঙ্গে রয়েছে ৮ মেগাপিক্সেলের হাইব্রিড আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল এবং ডেপথ সেনসর। এছাড়াও রয়েছে ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেনসর। ফোনের ডিসপেল্র উপর রয়েছে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।
ব্যাটারি ও চার্জার- মোটো জি৭২ ফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের TurboPower ফাস্ট চার্জিং ফিচারের সাপোর্ট। টাইপ- সি ইউএসবি পোর্টের সাহায্যে এই ফোনে চার্জ দেওয়া সম্ভব হবে। অ্যান্ড্রয়েড ১২ এবং মোটোরোলা সংস্থা My UX interface- এর সাহায্যে পরিচালিত হবে মোটো জি৭২ ফোন।
Lava Yuva Pro
ভারতে একটি বাজেট স্মার্টফোন লঞ্চ হয়েছে। লাভা কোম্পানি তাদের নতুন ফোন Lava Yuva Pro লঞ্চ করেছে দেশে। এই ফোনের ৩ জিবি র্যাম এবং ৩২ জিবি স্টোরেজ মডেলের দাম ভারতে ৭৯৯৯ টাকা। মেটালিক ব্ল্যাক, মেটালিক ব্লু এবং মেটালিক গ্রে- এই তিনটি রঙে ভারতে লঞ্চ হয়েছে Lava Yuva Pro। বর্তমানে ভারতে কেবলমাত্র ‘লাভা’ সংস্থার ই-স্টোর থেকে এই ফোন কেনা যাবে।
আরও পড়ুন- ভারতে হাজির নতুন বাজেট ফোন, দাম ৮ হাজারেরও কম, রয়েছে তাক লাগানো ফিচার