Motorola Phones: মোটোরোলা এজ ৫০ ফোনের বিক্রি শুরু দেশে, কী কী অফার রয়েছে?
Motorola Edge 50: এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৬৮ ওয়াটের টার্বো চার্জিং ও ১৫ ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট রয়েছে।
Motorola Phones: ভারতে মোটোরোলা সংস্থা তাদের 'এজ' সিরিজের (Motorola Edge Series) মডেল মোটোরোলা এজ ৫০ (Motorola Edge 50) - র বিক্রি শুরু হয়েছে। ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ নিয়ে ফোন লঞ্চ হতে পারে। তিনটি রঙে মোটোরোলার এই ফোন লঞ্চ হয়েছে। ফ্লিপকার্ট, রিলায়েন্স ডিজিটাল এবং মোটোরোলা সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট থেকে এই ফোন কেনা যাবে।
ভারতে মোটোরোলা এজ ৫০ ফোনের দাম
এই ফোনের ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্টের দাম ২৭,৯৯৯ টাকা। ক্রেতারা ২০০০ টাকা ছাড় পাবেন। এই ইনস্ট্যান্ট ছাড় পাওয়া যাবে অ্যাক্সিস ব্যাঙ্ক এবং আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক ক্রেডিট কার্ড এবং ইএমআই ট্রানজাকশনের ক্ষেত্রে এই ছাড় পাওয়া যাবে। নো-কস্ট ইএমআই- এর অপশনও থাকছে ৯ মাসের জন্য। প্রতি মাসে ২৮৮৯ টাকা কিস্তি দিতে হবে। ছাড়ের ফলে দাম কমে হবে ২৫,৯৯৯ টাকা।
মোটোরোলা এজ ৫০ ফোনে কী কী ফিচার রয়েছে
- মোটোরোলা এজ ৫০ ফোনে ৬.৭ ইঞ্চির ডিসপ্লে রয়েছে। এটি একটি 1.5K রেজোলিউশন যুক্ত Super HD pOLED Curved ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ।
- এই ফোনে রয়েছে Smart Water Touch টেকনোলজির সাপোর্ট। তার ফলে ভেজা হাতেও ব্যবহার করা যাবে মোটোরোলার এই ফোন।
- মোটোরোলার এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট রয়েছে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর, ১০ মেগাপিক্সেলের টেলিফটো শুটার যা থ্রি এক্স অপটিকাল জুম যুক্ত এবং ১৩ মেগাপিক্সেলের সেনসর যা আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যুক্ত সেটি রয়েছে। ফোনের ডিসপ্লের উপর ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে।
- এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৬৮ ওয়াটের টার্বো চার্জিং ও ১৫ ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট রয়েছে।
ভারতে লঞ্চ হয়েছে ওপ্পো সংস্থার ৫জি ফোন, যার দাম ১৫ হাজার টাকার কম
ভারতে লঞ্চ হয়েছে ওপ্পো এ৩এক্স ৫জি ফোন। ওপ্পোর এই ৫জি স্মার্টফোনে রয়েছে ৬.৬৭ ইঞ্চির এলসিডি স্ক্রিন যেখানে এইচডি প্লাস রেজোলিউশন পাওয়া যাবে। এছাড়াও এই ডিসপ্লের উপর রয়েছে Splash Touch টেকনোলজি, যার ফলে ভেজা হাতেও ফোন ব্যবহারে অসুবিধা হবে না। ওপ্পো- র এই ফোনে রয়েছে একটি অক্টা-কোর মিডিয়াটেক ডিমেনসিটি চিপসেট, ৫১০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৫ ওয়াটের SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট। দুটো র্যাম এবং স্টোরেজ কনফিগারেশনের লঞ্চ হয়েছে ওপ্পো এ৩এক্স ৫জি ফোন। এই ফোনের ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১২,৪৯৯ টাকা। এছাড়াও ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত মডেলের দাম ১৩,৪৯৯ টাকা।
আরও পড়ুন- মাত্র ১০ মিনিটের চার্জে ইয়ারবাডস চালু থাকবে প্রায় ৩ ঘণ্ট, দাম কত?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।