Noise Cancelling Headphones: নয়েস ক্যান্সেলিং হেডফোন ব্যবহার করেন ? বাড়তে পারে বধিরতার সমস্যা ! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট
Noise Cancelling Headphones Problem: এই ধরনের হেডফোন ব্যবহারে কি আমাদের কানের পর্দার ক্ষতি হতে পারে ? নাকি এটি শুধুই আমাদের নিত্যদিনের জীবনের একটি 'শব্দ-সঙ্গী' ?

কলকাতা: এখনকার দিনে নয়েস ক্যান্সেলিং হেডফোন ব্যবহারের বেশ চল বাড়ছে। খুবই জনপ্রিয় হয়ে উঠছে এই ধরনের হেডফোনগুলি। বিশেষত তরুণ-তরুণীদের মধ্যেই এই হেডফোন ব্যবহারের দিকে ঝোঁক বাড়ছে। এই ধরনের হেডফোন ব্যবহার করলে আশেপাশের শব্দ একেবারে বন্ধ হয়ে গিয়ে শুধু যে গান বা ভিডিয়ো চলছে তার শব্দই কানে আসে। বিমানযাত্রায়, গণপরিবহনে এমনকী অফিসেও অনেকে এই ধরনের হেডফোন ব্যবহারে স্বচ্ছন্দ বোধ করেন। সাধারণ মানুষ হোক বা তারকা এখন এই ধরনের হেডফোন পরে রাস্তাঘাটে বেরনো বা কাজ করা একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। আর এর ফলে বিশ্বজুড়ে এই নয়েস ক্যান্সেলিং হেডফোনের বাজার ক্রমেই বেড়ে চলেছে, বিলিয়ন ডলারের বাজার রয়েছে এই হেডফোনের।
এই ধরনের হেডফোন ব্যবহারে কি আমাদের কানের পর্দার ক্ষতি হতে পারে ? নাকি এটি শুধুই আমাদের নিত্যদিনের জীবনের একটি 'শব্দ-সঙ্গী' ? তবে বিশেষজ্ঞরা এবং গবেষকরা বলছেন যে এই ধরনের হেডফোন ব্যবহারে এক মারাত্মক ক্ষতি পারে আমাদের শরীরে। বিবিসির তরফে প্রকাশিত একটি রিপোর্টে দেখা গিয়েছে, তরুণ-তরুণীদের মধ্যে শ্রবণের সমস্যা বাড়িয়ে তুলছে এই নয়েস ক্যান্সেলিং হেডফোনগুলি।
রিপোর্টে দেখা গিয়েছে, সোফি নামের এক ২৫ বছর বয়সী লন্ডনের অ্যাডমিনিস্ট্রেশন অ্যাসিস্ট্যান্ট কানের পরীক্ষা করাতে এক অডিওলজিস্টের কাছে যান এবং তার অডিটরি প্রসেসিং ডিসঅর্ডার ধরা পড়ে। এটি এমন এক স্নায়বিক রোগ যা শব্দ ও কথা বুঝতে সমস্যা সৃষ্টি করে, মস্তিষ্কে শব্দসঙ্কেত পৌঁছাতে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। এই ধরনের রোগ সোফির রয়েছে তা তিনি নিজেই জানতেন না। কিন্তু তার অডিওলজিস্ট চিকিৎসক নিজে এই সমস্যার কারণ হিসেবে নয়েস ক্যান্সেলিং হেডফোনের ব্যবহারকে দায়ী করেছেন। বহু চিকিৎসক এই বিষয়ে এই ধরনের হেডফোনের দীর্ঘমেয়াদী ব্যবহারের ফলাফল সম্পর্কে সতর্ক করেছেন।
আরেক অডিওলজিস্ট ডা. অ্যাঞ্জেলা আলেকজান্ডার জানিয়েছেন যে এই ধরনের নয়েস ক্যান্সেলিং হেডফোনের কারণে শ্রবণজনিত সমস্যা বাড়ছে তরুণদের মধ্যে। শিশুদের ক্ষেত্রে শ্রবণ সঙ্কেত প্রক্রিয়াকরণে সমস্যা দেখা দিচ্ছে।
আরও পড়ুন: Digital Arrest: ডিজিটাল অ্যারেস্টের শিকার আপনিও ? এই নম্বরে এক ফোনেই ফেরত পাবেন সব টাকা
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
