Oppo A57 2022 Launch: ভারতে হাজির ওপ্পোর নতুন ৪জি ফোন, দেখে নিন দাম ও ফিচার
Oppo Mobile: ভারতে এই ফোনের ৪ জিবি ব়্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ মডেলের দাম ১৩,৯৯৯ টাকা।
কলকাতা: ভারতে লঞ্চ হল ওপ্পো এ৫৭ (২০২২) (Oppo A57 2022) স্মার্টফোন। মাঝামাঝি দামের এই ফোনে রয়েছে একগুচ্ছ আকর্ষণীয় ফিচার এবং স্পেসিফিকেশন। জানা গিয়েছে, এই ফোন একটি ৪জি (4G Phone) স্মার্টফোন। একটিই ব়্যাম এবং স্টোরেজ কনফিগারেশনে দেশে লঞ্চ হয়েছে ওপ্পো (oppo) এ৫৭ (২০২২) ফোন। এর আগে মে মাসে তাইল্যান্ডেও লঞ্চ হয়েছে চিনের সংস্থা ওপ্পোর এই ফোন।
ভারতে ওপ্পো এ৫৭ (২০২২) ফোনের দাম
ভারতে এই ফোনের ৪ জিবি ব়্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ মডেলের দাম ১৩,৯৯৯ টাকা। গ্লোয়িং গ্রিন এবং গ্লোয়িং ব্ল্যাক এই দুই রঙে ভারতে ওপ্পো এ৫৭ (২০২২) ফোন লঞ্চ হয়েছে। কেন যাচ্ছে ওপ্পো সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট থেকে। এই ফোনের স্টোরেজের পরিমাণ ১টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।
ওপ্পো এ৫৭ (২০২২) ফোনের ভারতীয় ভ্যারিয়েন্টের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন
১. এই ফোনে রয়েছে ৬.৫৬ ইঞ্চির একটি টাচস্ক্রিন ডিসপ্লে যার রিফ্রেশ রেট ৬০ হার্টজ।
২. ওপ্পো এ৫৭ (২০২২) ফোনে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর এবং ২ মেগাপিক্সেলের মোনোক্রম লেন্স রয়েছে। এছাড়াও ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর রয়েছে এই ফোনে।
৩. এই ফোনে একটি octa-core MediaTek Helio G35 SoC প্রসেসর রয়েছে। এছাড়াও রয়েছে ৫০০০ mAh ব্যাটারি। তার সঙ্গে ৩৩ ওয়াটের SuperVOOC চার্জিং ফিচার রয়েছে। এর পাশাপাশি এই ফোনে ColorOS 12.1 সাপোর্ট রয়েছে।
৪. ওপ্পোর নতুন এই স্মার্টফোনে ইউজারদের নিরাপত্তার জন্য রয়েছে বায়োমেট্রিক অথেনটিফিকেশনের ফিচার। সেখানে ব্যবহার করা হবে ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস রেকগনিশন অপশন।
৫. এই ৪জি ফোনে রয়েছে ডুয়াল সিমের সাপোর্ট। কানেক্টিভিটি অপশন হিসেবে থাকছে ব্লুটুথ ৫.৩ সাপোর্ট। আর থাকছে ইউএসবি টাইপ সি পোর্ট। তার সঙ্গে ৩ মিলিমিটারের হেডফোন জ্যাকও রয়েছে।
৬. ফোনের সঙ্গে বাক্সের মধ্যে ইউজাররা পাবেন চার্জিং অ্যাডাপ্টার, ইউএসবি কেবল, সিম বের করার পিন এবং একটি ফোন-কেস।
আরও পড়ুন: মোবাইল ইন্টারনেট স্পিড ইনডেক্সে এগোল ভারত, এক নম্বরে কে জানেন ?